ফ্যাক্টচেক ডেস্ক
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডসের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে (কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং) ২০২৪ সালে স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০০ বিশ্ববিদ্যালয়। তালিকাটি নিয়ে ৮ জুন (শনিবার) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ‘কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী স্থাপত্যবিদ্যায় সেরা ৫০ বিশ্ববিদ্যালয়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে দাবি করা হয়, স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য বিশ্বের সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, তথ্যটি সঠিক নয়। এ প্রসঙ্গে অনুসন্ধানে ২০২৪ সালে স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকাটি যাচাই করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। গত ১০ এপ্রিল প্রকাশিত এই তালিকায় প্রথম স্থানে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) বার্টলেট স্কুল অব আর্কিটেকচার, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও নেদারল্যান্ডসের ডেলফ্ট ইউনিভার্সিটি অব টেকনোলজি।
কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের সমন্বিত তালিকায় প্রথম ৮০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা পেয়েছে বুয়েট। এতে বুয়েটের অবস্থান ৭৬১ থেকে ৭৭০-এর মধ্যে।
প্রসঙ্গত, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের বিগত বছরগুলোর স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকাগুলো যাচাই করে দেখা যায়, বাংলাদেশ থেকে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে।