হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

স্থাপত্যবিদ্যার সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা নিয়ে সংবাদমাধ্যমে ভুল তথ্য, আছে বুয়েটের নাম

ফ্যাক্টচেক ডেস্ক

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডসের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে (কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং) ২০২৪ সালে স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০০ বিশ্ববিদ্যালয়। তালিকাটি নিয়ে ৮ জুন (শনিবার) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ‘কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী স্থাপত্যবিদ্যায় সেরা ৫০ বিশ্ববিদ্যালয়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে দাবি করা হয়, স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য বিশ্বের সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। 

তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, তথ্যটি সঠিক নয়। এ প্রসঙ্গে অনুসন্ধানে ২০২৪ সালে স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকাটি যাচাই করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। গত ১০ এপ্রিল প্রকাশিত এই তালিকায় প্রথম স্থানে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) বার্টলেট স্কুল অব আর্কিটেকচার, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও নেদারল্যান্ডসের ডেলফ্ট ইউনিভার্সিটি অব টেকনোলজি। 

তালিকাটির শীর্ষ ৫০ বা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। তবে তালিকাটিতে ২০১ থেকে ২৪০তম স্থানের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। অর্থাৎ ২০২৪ সালে স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় না থাকার তথ্যটি সঠিক নয়। 

কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের সমন্বিত তালিকায় প্রথম ৮০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা পেয়েছে বুয়েট। এতে বুয়েটের অবস্থান ৭৬১ থেকে ৭৭০-এর মধ্যে।

প্রসঙ্গত, কিউএস ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ের বিগত বছরগুলোর স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকাগুলো যাচাই করে দেখা যায়, বাংলাদেশ থেকে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

সেকশন