হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

হ্যান্ড, ফুট ও মাউথ রোগে ভয়ের কারণ নেই

ডা. মো. মোশাররফ হোসেন

এটি ভাইরাসজনিত রোগ। এ রোগ কয়েক বছর থেকে শিশুদের বেশি দেখা যাচ্ছে। অনেকে এটাকে জলবসন্ত মনে করেন। হ্যান্ড, ফুট ও মাউথ ডিজিজ—রোগের এমন নাম থেকে বোঝা যায় রোগটি হাত, পা ও মুখের ভেতর হয়।

এই রোগ সাধারণত ৬ মাস থেকে ১০ বছর বয়সের শিশুদের বেশি হয়। তবে শিশুদের ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে বড়দের হতে পারে।

এই রোগ কেন হয়

এ রোগের প্রধান কারণ ভাইরাস। প্রধানত কক্সেকি ভাইরাস এবং কোনো কোনো ক্ষেত্রে এন্টেরো ভাইরাস সংক্রমণে এ রোগ হয়।

লক্ষণ কী

  • রোগটি মৃদু জ্বর ও মুখের ভেতর ঘা দিয়ে শুরু হয়।
  • খাওয়াদাওয়ায় কষ্ট বা অনীহা দেখা দেয়।
  • ৪.৯০ শতাংশের ক্ষেত্রে মুখের ভেতর ঘা হয়।
  • শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা ও চুলকানিহীন গোটা বা ফোসকা পড়ে। তবে বেশি হয় হাতের তালু ও পায়ের তলায়। ফোসকাগুলোর চারদিকে লালচে আভা থাকে। সংক্রমণ খুবই সাধারণ এবং এক সপ্তাহের বেশি স্থায়ী হয় না।

চিকিৎসা

এটি ভাইরাসজনিত এবং সেলফ লিমিটিং ডিজিজ। তাই এর কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। সাধারণত এক সপ্তাহে রোগী ভালো হয়ে যায়। লক্ষণভিত্তিক কিছু চিকিৎসা লাগতে পারে কখনো কখনো। শিশুদের পর্যাপ্ত তরলজাতীয় খাবার ও টকজাতীয় ফল বেশি খাওয়াতে হবে।

পরামর্শ দিয়েছেন: ডা. মো. মোশাররফ হোসেন ,চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট

চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর-১০, ঢাকা

গর্ভাবস্থায় মেথি খাওয়া যায়

কাঁধ নাড়াচাড়া করতে না পারলে

ওজন কমাতে ডায়েট কেমন হবে

স্ক্যাবিস বা চুলকানি রোগের প্রতিকার ও চিকিৎসা

শারীরিক ভঙ্গিজনিত কোমর ব্যথা এড়াতে যা করতে হবে

চোখেও হতে পারে ক্যানসার

চোখে মাংস বেড়ে গেলে

এই শীতে কানের সমস্যা প্রতিরোধে যা করবেন

রক্তনালিতে টক্সিন জমলে যা করবেন

ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথির ঝুঁকিতে যাঁরা

সেকশন