হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

গর্ভকালে থাইরয়েড হরমোনের মাত্রা কেমন থাকা উচিত

ডা. মো. মাজহারুল হক তানিম

থাইরয়েড হরমোন হচ্ছে আমাদের গলার সামনে অবস্থিত থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত একধরনের হরমোন। এটি পুরো শরীরে কাজ করে।

কাজ
⊲ শিশুর মস্তিষ্ক ও স্নায়ু গঠনে এবং মেধা বিকাশে ভূমিকা রাখে। 
⊲ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
⊲ হৃৎপিণ্ডের গতি নিয়ন্ত্রণ করে।
⊲ অন্ত্রের নড়াচড়া নিয়ন্ত্রণ করে।
⊲ খাদ্য বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
⊲ গর্ভধারণ ও প্রজননে ভূমিকা রাখে। 

শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি হাইপোথাইরডিজম এবং হরমোনের আধিক্য হাইপারথাইরডিজম নামে পরিচিত। 

হাইপোথাইরডিজমের লক্ষণ 
⊲ শরীর ফুলে যাওয়া। 
⊲ ওজন বেড়ে যাওয়া।  
⊲ শরীরে ব্যথা-বেদনা।
⊲ শীত শীত ভাব অনুভব হওয়া।
⊲ নারীদের ক্ষেত্রে অনিয়মিত মাসিক।
⊲ চুল পড়ে যাওয়া।
⊲ ত্বক শুষ্ক হয়ে যাওয়া।
⊲ গর্ভধারণে সমস্যা এবং বারবার গর্ভপাত হওয়া।
⊲ কোষ্ঠকাঠিন্য। 
⊲ শিশুদের উচ্চতা কম হওয়া।
⊲ ভুলে যাওয়া বা স্মৃতিশক্তি হ্রাস। 

হাইপারথাইরডিজমের লক্ষণ 
⊲ বুক ধড়ফড় করা।
⊲ ওজন কমে যাওয়া।
⊲ ঘাম হওয়া ও গরম লাগা।
⊲ শরীর কাঁপা। 
⊲ পাতলা পায়খানা।
⊲ অনিয়মিত মাসিক বা সন্তানধারণে সমস্যা হওয়া। 
⊲ ঘুম কম হওয়া। 

যাঁরা গর্ভধারণ করতে চাচ্ছেন 
তাঁদের থাইরয়েড হরমোনের মাত্রা বা সেরাম টিএসএইচ ২.৫-এর কম রাখতে হবে। না হলে গর্ভধারণে সমস্যা হতে পারে। 

গর্ভাবস্থার থাইরয়েড হরমোনের মাত্রা নিরীক্ষণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভকালে টিএসএইচ-এর মাত্রা হতে হবে— 
১ম-৩য় মাস: ০.১ থেকে ২.০ 
৪র্থ থেকে ৬ষ্ঠ মাস: ০.২ থেকে ২.৫ 
৭ম থেকে ৯ম মাস: ০.৩ থেকে ৩.০-এর মধ্যে। 

থাইরয়েড হরমোনের মাত্রা ঠিক না রাখলে যেসব সমস্যা হতে পারে- 
নারী
⊲ গর্ভপাত বা মিসক্যারেজ
⊲ সময়ের আগেই প্রসব
⊲ মৃত সন্তান প্রসব
⊲ গর্ভকালীন খিঁচুনি
⊲ হার্টফেইল
⊲ প্রসবের পর সংক্রমণ
⊲ রক্তশূন্যতা

শিশু
⊲ শিশুর বৃদ্ধি কম হওয়া ও মেধার বিকাশ কম
⊲ জন্মগত শারীরিক ও মানসিক ত্রুটি 
⊲ বুদ্ধিপ্রতিবন্ধী হওয়াগর্ভধারণকালে যাদের থাইরয়েড হরমোন পরীক্ষা করা জরুরি
⊲ যাদের বয়স ৩০ বছরের বেশি
⊲ যাদের পরিবারে থাইরয়েডের সমস্যা আছে
⊲ থাইরয়েড হরমোনের ঘাটতি বা বেশি থাকার লক্ষণ থাকলে
⊲ গর্ভধারণ করতে সমস্যা হলে
⊲ বারবার গর্ভপাত বা মিসক্যারেজ হলে।

পরামর্শ দিয়েছেন, ডা. মো. মাজহারুল হক তানিম, এন্ডোক্রাইনোলজিস্ট (হরমোন ও ডায়বেটিস বিশেষজ্ঞ) ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, ঢাকা

এই শীতে কেন খাবেন তেজপাতা ও লবঙ্গ চা

গলা ও বুক জ্বালাপোড়া সমস্যা: কেন হয় এবং প্রতিরোধে করণীয়

যেসব তথ্যে বিভ্রান্ত হওয়া যাবে না

মনমেজাজ ভালো রাখতে পুষ্টিকর খাবার জরুরি

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

পিরিয়ডের সময় বেশি রক্তপাত হলে করণীয়

সাইনাসের সংক্রমণে চোখ ব্যথায় করণীয়

তরুণদের ডায়াবেটিস এক অশনিসংকেত

গলাব্যথার সবচেয়ে অবহেলিত কারণ টনসিলোফ্যারিঞ্জাইটিস

বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবসে পিসিএসবি’র বিশেষ আয়োজন