হোম > বিশ্ব > আফ্রিকা

মোজাম্বিক ও মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির তাণ্ডবে মৃত্যু ৩০০ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক

আফ্রিকার দেশ মোজাম্বিক ও মালাউইতে ঘূর্ণিঝড় ফ্রেডির তাণ্ডবে এ পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া নিখোঁজ অনেকে। ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকওয়েরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফ্রেডি দ্বিতীয়বারের মতো আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। মালাউই ও প্রতিবেশী মোজাম্বিকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই ফ্রেডি। মালাউইতে অন্তত ৩২৬ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করা হয়েছে। আর মোজাম্বিকে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে ফেব্রুয়ারি থেকে এই অঞ্চলে ঝড়ের কারণে প্রাণহানি ৪০০ ছাড়াল। 

প্রাণহানির পাশাপাশি বন্যা ও ভূমিধসের কারণে বাস্তুচ্যুত হয়েছে বহু মানুষ। এমন পরিস্থিতে বৃহস্পতিবার (১৬ মার্চ) মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাস চাকওয়েরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চেয়েছেন। লাজারাস বলেন, ‘আমাদের অবিলম্বে সহায়তা দরকার। মালাউইয়ের ব্লান্টায়ারের একটি আশ্রয়কেন্দ্রের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, উদ্ধারকাজের জন্য এখন হেলিকপ্টার দরকার। এ ছাড়া জরুরি ভিত্তিতে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধারে হেলিকপ্টার প্রয়োজন।’

এত মানুষের প্রাণহানির ঘটনায় ১৪ দিনের শোক ঘোষণা করেছেন লাজারাস চাকওয়েরা। একই সঙ্গে ১৫ লাখ ডলার ত্রাণসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তাঁর সরকারের ত্রাণসহায়তা দেওয়ার ক্ষমতা সীমিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন বলে জানান মালাউইর প্রেসিডেন্ট।

দক্ষিণ আফ্রিকার সোনার খনিতে আর কোনো শ্রমিক আটকা নেই বলে ধারণা

সোনার খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু, আটকা আরও ৫০০

সেনাবাহিনীর ভুলে নাইজেরিয়ায় ১৬ জন সাধারণ মানুষ নিহত

আত্মহত্যার চেষ্টাকে ‘অপরাধ’ গণ্য করা অসাংবিধানিক: কেনিয়ার হাইকোর্ট

শীতকালীন পার্টিতে সবাই কেন নাইজেরিয়ায় ছুটছে

চাদের প্রেসিডেন্টের বাসভবনে হামলা, নিহত ১৯

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নির্বিচার গুম-খুন, যেভাবে ধামাচাপা দিয়েছে পুলিশ

জিম্বাবুয়েতে মৃত্যুদণ্ডের বিধান বাতিল

সিংহ ভরা জঙ্গলে পাঁচ দিন, বেঁচে ফিরে অনন্য নজির ৮ বছরের বালকের

যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

সেকশন