হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশি হিন্দু-মুসলিম নয়, অনুপ্রবেশের বেশি চেষ্টা করছে রোহিঙ্গারা: আসামের মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক    

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে হিন্দুরা হয়তো ভারতে (আসামে) বেশি অনুপ্রবেশের চেষ্টা করবে। কিন্তু তাঁর সেই অনুমান ভুল। তিনি জানিয়েছেন, বাংলাদেশি হিন্দু বা মুসলমান নয়, বরং রোহিঙ্গারা আসামে অনুপ্রবেশের চেষ্টা করছে বেশি। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী জানান, গত দুই মাসে আসাম ও ত্রিপুরায় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ১৩৮ জনকে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোকে এমন অনুপ্রবেশ এড়াতে সতর্ক থাকতে হবে। 

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ‘গত দুই মাস ধরে প্রতিদিনই আমরা আমাদের রাজ্যে একক বা একাধিক বিদেশিকে (বাংলাদেশি) আটক করছি। মূলত, আমার মনে হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যকার পাহারাবিহীন সীমানার কারণে—বিএসএফের সর্বোচ্চ প্রচেষ্টার পরেও কিছু লোক এখনো আমাদের দেশে আসছে।’ 

সংবাদ সম্মেলনে সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোকে বাংলাদেশ থেকে প্রবেশ করা অবৈধ অভিবাসীদের প্রতিরোধে সক্রিয় ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি জানান, আসাম এবং ত্রিপুরা এই লক্ষ্যে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ সময় পশ্চিমবঙ্গ সরকারকেও ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফের সঙ্গে সহযোগিতা করার এবং অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ কাজ শুরু করার আহ্বান জানান তিনি। 

হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘ত্রিপুরা কিছু বিদেশি শনাক্ত করছে এবং আসামও শনাক্ত করছে...আমরা বিএসএফের সঙ্গে সমন্বয় করছি। কখনো যৌথ অভিযানের মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয়, কখনো বিএসএফ করে, আবার কখনো রাজ্য পুলিশও করে। এটি একটি সমন্বিত প্রচেষ্টা।’ 

তিনি আরও বলেন, ‘প্রতিটি রাজ্য সরকারকে সতর্ক থাকতে হবে এবং বিএসএফের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। তাই, আসাম-ত্রিপুরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে। যদি পশ্চিমবঙ্গ সরকারও শনাক্ত করা শুরু করে, তাহলে এটি একটি পরিকল্পিত এবং সুশৃঙ্খল প্রচেষ্টা হবে।’ 

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের বিষয়ে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতে আসার চেষ্টা করবে এমন অনুমান থাকলেও বাস্তবে ‘রোহিঙ্গা মুসলমানরাই’ বেশির ভাগ ক্ষেত্রে অনুপ্রবেশের সময় শনাক্ত করা হচ্ছে। তাই, আমি মনে করি, প্রথমত, হিন্দু-বাঙালিদের সম্পর্কে একটি ভুল ধারণা রয়েছে, আমাদের প্রাপ্ত তথ্য-উপাত্ত সেটাই বলছে। দ্বিতীয়ত, রোহিঙ্গা মুসলিমরা এখনো আমাদের দেশের বিভিন্ন রাজ্যে প্রবেশের চেষ্টা করছে।’

গাজার রাফাহ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

নাইজেরিয়ায় পেট্রলবাহী ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বন্ধ টিকটক, নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের অব্যাহতি দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

সেকশন