হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি কার্যকর: ধ্বংসস্তূপে পরিণত নিজ গৃহে ফিরছে গাজাবাসী

অনলাইন ডেস্ক    

ধ্বংসস্তূপে পরিণত গাজায় ফিরছেন অধিবাসারীরা। ছবি: এএফপি

কোনো একটি ভবনের অস্তিত্ব বোঝার উপায় নেই। দুই পাশে ধ্বংসস্তূপ। এর মাঝ দিয়ে হাঁটছে ফিলিস্তিনিরা। ফিরছে নিজ এলাকায়। এ দৃশ্য গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থীশিবির এলাকার। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে গতকাল বেলা ১১টা ১৫ মিনিটে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই দৃশ্য দেখা যায়।

ইসরায়েলের হামলার মুখে যে শহর ছেড়ে ফিলিস্তিনিরা গিয়েছিল, তার আর কিছুই অবশিষ্ট নেই। গতকাল বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে দেখা গেল, জাবালিয়া শরণার্থীশিবির এলাকায় শত শত মানুষ ফিরছে। দুই পাশে ধসে যাওয়া কংক্রিটের স্তূপ।

গতকাল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তথ্য নিশ্চিত করেন চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল-আনসারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথের মাত্র ১ দিন আগে এ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। এতে তাঁর বিশেষ ভূমিকার কথাও স্বীকার করেছে ইসরায়েল।

যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজার রাফাহ এলাকা থেকে সামরিক উপস্থিতি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল। তবে চুক্তির বিরোধিতা করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। তাঁর দল ওজামা ইয়েহুদিতের আরও দুই মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন জাতীয় ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু এবং স্থিতিশীলতাবিষয়ক মন্ত্রী ইতজাক ওয়াসেরলাউফ। এর মধ্য দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে গেছে কট্টর ডানপন্থী ওজামা ইয়েহুদিত। এর আগে শনিবার টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে নেতানিয়াহু বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সহায়তায় আবার যুদ্ধ শুরুর অধিকার তেল আবিবের রয়েছে।

এদিকে যুদ্ধবিরতির প্রথম দিনে তিন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে হামাস। দলটির সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে আমরা রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন শতানবার খায়েরকে (৩১) মুক্তি দিয়েছি।’

আল জাজিরার খবরে বলা হয়, যুদ্ধবিরতির প্রাক্কালে গতকাল ভোরে গাজায় হামলা চালিয়ে আটজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গত বুধবার যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে অন্তত ১২২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। একই সময়ে আহত হয় কমপক্ষে আরও ২৭০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অঞ্চলটিতে অন্তত ৪৬ হাজার ৮৯৯ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। একই সময়ে আহত হয়েছে কমপক্ষে ১ লাখ ১০ হাজার ৭২৫ জন। তবে মেডিকেল জার্নাল ল্যানসেটের তথ্য বলছে, গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় নিহতের প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় বুধবার গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানায় ইসরায়েল। কিন্তু সেদিন রাতেই গাজাজুড়ে নতুন করে শুরু হয় একের পর এক বিমান হামলা। গতকাল ভোর পর্যন্ত চালানো এসব হামলায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে আইডিএফ। বিশ্লেষকেরা বলছেন, প্রকৃতপক্ষে গাজায় যুদ্ধবিরতি নিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধির কৌশল নিয়েছেন নেতানিয়াহু। তিনি হয়তো ২০২২ সাল থেকে যে কট্টর ডানপন্থী জোটের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছেন, তাদের এড়িয়ে ক্ষমতায় আসতে সক্ষম হবেন। এ ছাড়া এই চুক্তি সৌদি আরবের সঙ্গে বহুল প্রতীক্ষিত সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির পথও প্রশস্ত করতে পারে। এ ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাবে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসিবে আজ সোমবার শপথ নিচ্ছেন। তবে এর আগে থেকেই এই যুদ্ধবিরতি নিয়ে কাজ শুরু করেছেন। ট্রাম্পের দুই কর্মকর্তা যুদ্ধবিরতির পর বন্দিবিনিময় নিয়ে কাজ করছেন। তাঁর দুই কর্মকর্তা ইসরায়েলি বন্দীদের পরিবারদের জানিয়েছেন, সব বন্দী মুক্তি নিশ্চিত করতে চান ট্রাম্প।

সিএনএন বলছে, হামাসের হাতে এখনো ৯৪ জন বন্দী আছেন। ইসরায়েল সরকারের তথ্য অনুসারে, এর মধ্যে ৩৪ জন ইতিমধ্যে মারা গেছেন। এ সংখ্যা বেশিও হতে পারে। বন্দিবিনিময়ের এই শর্তে যুদ্ধবিরতিতে কাজ করছেন ট্রাম্পের সহযোগীরা।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর বলেন, এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা আছে। এতে ঘনিষ্ঠভাবে ট্রাম্প জড়িত। এই চুক্তি সম্পাদনে এক সপ্তাহ ধরে তিনি এতে খুবই প্রভাব বিস্তার করেছেন। তিনি এ-ও বলেন, ‘ট্রাম্প ইসরায়েলকে এ বিষয়ে চাপ দেননি। তবে আমরা একসঙ্গে কাজ করেছি, যাতে চুক্তিটি করা যায় এবং এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে তিনি বেশ সহযোগিতা করেছেন।’

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ট্রাম্প যুগের সূচনার আর মাত্র কয়েক ঘণ্টা অপেক্ষা

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

মহানবীকে অবমাননার দায়ে ইরানে পপ গায়কের মৃত্যুদণ্ড

ভাইয়ের স্বপ্নপূরণে ডাক্তার হতে চায় ১০ বছরের আমর

এক বছরে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে ২ লাখ কোটি ডলার: অক্সফাম

নির্বাচনের আগে মিয়ানমারে দরকার শান্তি, জান্তাকে আসিয়ান

তিন ঘণ্টার নৈশভোজনের পর ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস

লবণাক্ত পানি বিশুদ্ধকরণে শীর্ষে সৌদি আরব, বছরে পরিশোধন ৪২ লাখ ঘনমিটার

গাজা থেকে মুক্তি পেলেন যে ৩ ইসরায়েলি জিম্মি

ইসরায়েলি কারাগারের অন্ধকার ছেড়ে পরিবারের কাছে রাজনীতিবিদসহ ৯০ ফিলিস্তিনি

সেকশন