হোম > বিশ্ব > ইউরোপ

অবরুদ্ধ ইস্পাত কারখানা থেকে ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক

ইউক্রেনের মারিউপোল শহরের একটি অবরুদ্ধ ইস্পাত কারখানা থেকে অবশেষে ১০০ জন বেসামরিক ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) মধ্যস্থতায় গতকাল রোববার এ অপসারণ কার্যক্রম শুরু হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল টুইটার পোস্টে বলেছেন, ‘১০০ জনের প্রথম দলটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা সোমবার (আজ) ইউক্রেন নিয়ন্ত্রিত জাপোরিঝিয়া শহরে পৌঁছাবে।’ 

এদিকে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী আজ এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজভস্তাল ইস্পাত কারখানায় অপসারণ কার্যক্রম এখনো চলমান রয়েছে।’ 

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ ইস্পাত কারখানা থেকে ৮০ জন বেসামরিক ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। অপসারণ করা ব্যক্তিদের মধ্যে যারা কিয়েভ-নিয়ন্ত্রিত অঞ্চলে যেতে চেয়েছেন তাদের জাতিসংঘ ও আইসিআরসির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আল জাজিরা আরও জানিয়েছে, জাতিসংঘ এ পর্যন্ত মারিউপোল থেকে কতজন বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে, তা জানায়নি। উভয় পক্ষের (ইউক্রেন ও রাশিয়ার) পরিসংখ্যানে কেন ভিন্নতা, তা তাৎক্ষণিকভাবে আল জাজিরার পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। 

জাতিসংঘের মুখপাত্র স্যাভিয়ানো আব্রেউ নিশ্চিত করেছেন যে জাতিসংঘ, আইসিআরসি এবং সংঘাতে জড়িত উভয় পক্ষের সমন্বয়ে আজভস্তালে একটি নিরাপদ অপসারণ অভিযান চলছে। স্যাভিয়ানো আব্রেউ বলেছেন, উদ্ধারকৃতদের মারিউপোল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিমের শহর জাপোরিঝিয়ায় সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। 

স্যাভিয়ানো আব্রেউ আরও বলেন, এখানে প্রায় দুই মাস ধরে অনেক নারী, শিশু ও বৃদ্ধ মানুষ আটকা পড়ে আছেন। প্রথমে তাদের সরিয়ে নেওয়া হবে। তাদের অগ্রাধিকার ভিত্তিতে মানসিক চিকিৎসাসহ অন্যান্য মানবিক সেবা দেওয়া হবে। এই মুহূর্তে যেহেতু অপসারণ অভিযান চলছে, তাই এর বেশি কিছু এখন বলা উচিত নয়। এতে বেসামরিকদের নিরাপত্তা বিপন্ন হতে পারে। 

অবরুদ্ধ মারিউপোলে এখনো প্রায় ১ লাখ মানুষ আটকা পড়ে আছে। ইউক্রেনের ১২তম ন্যাশনাল গার্ড ব্রিগেডের কমান্ডার ডেনিস শ্লেহা গতকাল এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, আজভস্তাল প্ল্যান্টে অন্তত ২০টি শিশুসহ কয়েক শ বেসামরিক মানুষ বাংকারে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সব মানুষকে সরিয়ে নিতে এ রকম আরও অন্তত দুটি অপসারণ কার্যক্রম চালাতে হবে। 

ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ দুই মাস পেরিয়ে গেছে। কৌশলগত কারণে ইউক্রেনের বন্দরনগরী মারিউপোল খুবই গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকেই এই শহরের আজভস্তাল ইস্পাত কারখানা রুশ বাহিনীর মারাত্মক অবরোধের মুখে পড়েছে। 

তোমার জন্য বড় সুযোগ, এখনই যুদ্ধ বন্ধ করার: পুতিনকে ট্রাম্প

আবর্জনার পাত্রে পড়ে ছিল ২ হাজার বছরের পুরোনো গ্রিক ভাস্কর্য

মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করছেন ট্রাম্প

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

গাজায় হামলা চালাতে ইসরায়েলকে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছে গুগল

ট্রাম্পের নিঃশর্ত ক্ষমা পেলেন ডার্ক ওয়েবে মাদকের প্ল্যাটফর্মের মালিক

লস অ্যাঞ্জেলেসে ফের দাবানল, ৩০ হাজার বাসিন্দাকে সরানো হলো

হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগের পরিকল্পনা সৌদির

৫০০ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা ট্রাম্পের, মাস্ক বললেন—ডলার নাই

সেকশন