হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ডাইভারসিটি প্রকল্প বাতিল ও কর্মীদের ছুটিতে পাঠাচ্ছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে বৈচিত্র্য, ন্যায়সংগত সুযোগ এবং অন্তর্ভুক্তি (ডিইআইএ) কার্যক্রম বন্ধে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে। আজ বুধবার সন্ধ্যার মধ্যে ডিইআইএ ফেডারেল কর্মীদের পেইড লিভে (সবেতন ছুটি) যেতে ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের একটি স্মারকে উল্লেখ করা হয়েছে, ডিইআইএ অফিসের সব কর্মীকে অবিলম্বে পেইড অ্যাডমিনিস্ট্রেটিভ লিভে যাওয়ার বার্তা পাঠান। প্রশাসন ডিইআইএ কার্যক্রম, অফিস ও প্রোগ্রামগুলো বন্ধের পদক্ষেপ নিচ্ছে।

ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন, স্মারকে বিভাগের প্রধানদের বুধবার বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট কর্মীদের নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রশাসন এরই মধ্যে কয়েকটি নির্বাহী আদেশ বাতিল করেছে। এসব আদেশ সামাজিক বৈচিত্র্য এবং এলজিবিটিকিউ প্লাস অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। নতুন আদেশে কেবল দুটি লিঙ্গকে (নারী-পুরুষ) স্বীকৃতি দেওয়া হয় এবং সরকারি ‘বৈচিত্র্য কার্যক্রম’ বন্ধ করা হয়।

প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প সরকারি এবং করপোরেট জগতে ডিইআইয়ের নীতিগুলোর সমালোচনা করেছিলেন। তিনি অভিযোগ করেন, এসব নীতি শ্বেতাঙ্গ পুরুষদের প্রতি বৈষম্য তৈরি করে।

ডিইআই কার্যক্রম বন্ধে এক নির্বাহী আদেশে ট্রাম্প উল্লেখ করেন, বাইডেন প্রশাসন অবৈধ এবং অনৈতিক বৈষম্যমূলক কার্যক্রম ডিইআইএ প্রায় সব সরকারি খাতে চাপিয়ে দিয়েছিল—এয়ারলাইনস নিরাপত্তা থেকে শুরু করে সামরিক বাহিনীতেও।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প লিঙ্গ বৈচিত্র্যের স্বীকৃতির বিরোধিতা করেন এবং বিশেষ করে ট্রান্সজেন্ডার নারী খেলোয়াড় এবং শিশুদের জন্য লিঙ্গ-স্বীকৃতি চিকিৎসার সমালোচনা করেন।

সোমবার ওয়াশিংটনে সমর্থকদের সামনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বাইডেনের সময় গৃহীত ৭৮টি নির্বাহী আদেশ, পদক্ষেপ এবং প্রেসিডেন্টের স্মারক বাতিল করেন।

বাতিলকৃত আদেশগুলোর মধ্যে ছিল সরকারি অফিস, কর্মক্ষেত্র ও স্বাস্থ্যসেবায় বৈচিত্র্য ও সমতা প্রচারের উদ্যোগ এবং এলজিবিটিকিউ প্লাস আমেরিকানদের অধিকারের বিষয়ে কয়েকটি পদক্ষেপ।

৫০০ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা ট্রাম্পের, মাস্ক বললেন—টাকা নাই

ভারতে আগুন আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দেওয়া যাত্রীদের ধাক্কা অপর ট্রেনের, নিহত ১১

ভারতে মকবুল ফিদা হুসেনের দুটি চিত্রকর্ম বাজেয়াপ্তের নির্দেশ

ট্রাম্পের ক্ষমা প্রত্যাখ্যান করলেন ক্যাপিটল দাঙ্গাকারী

কাশ্মীরের ৩ পরিবারে ১৭ জনের রহস্যজনক মৃত্যু, নড়েচড়ে বসেছে ভারত সরকার

তরুণদের দেশত্যাগ কঠিন করে তুলেছে পাকিস্তান

দক্ষিণ–পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমকামী বিয়ের বৈধতা দিল থাইল্যান্ড

সাইফ আলী খানের পরিবারের ১৫ হাজার কোটি রুপির সম্পত্তি যাচ্ছে ভারত সরকারের নিয়ন্ত্রণে

ভারতে বড়লোকের পরের বিয়েটি আদানি পরিবারে

চীনা পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প, বাদ যাবে না ইউরোপও

সেকশন