অনলাইন ডেস্ক
ইউক্রেনের মারিউপোল শহরকে সফলভাবে মুক্ত করা হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই শহরের নিয়ন্ত্রণ নেওয়ায় রুশ সেনাদের প্রশংসা করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মারিউপোল ইউক্রেনের দনবাস অঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোর সঙ্গে রাশিয়ার অধিগ্রহণ করা ক্রিমিয়াকে সংযোগকারী একটি শহর। তাই রাশিয়ার কাছে কৌশলগতভাবে শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মারিউপোল শহর মুক্ত করার খবর পুতিনকে জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এর পরই রুশ সেনার প্রশংসা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বন্দরনগরীর একটি ইস্পাত কারখানায় ২ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য আটকে পড়ায় সেখানে অভিযানের পরিবর্তে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।
পুতিন বলেন, এই শিল্প এলাকা বন্ধ করে দিন, যাতে একটি মাছিও পালাতে না পারে।
মারিউপোল শহরটিতে হাজার হাজার বেসামরিক লোক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ান সৈন্যরা এক মাসেরও বেশি সময় ধরে এই শহরকে অবরুদ্ধ করে রেখেছিল।
মারিউপোল সম্পর্কিত পড়ুন: