অনলাইন ডেস্ক
ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে যুদ্ধপূর্ব অবস্থা ফিরিয়ে আনতে কাজ করছে রাশিয়া। বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এই দাবি জানিয়েছেন। ক্রেমলিনে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বন্দর শহর মারিউপোল নিয়ন্ত্রণ করেছে এবং সেখানে ও ইউক্রেনের অন্যান্য শহরে ‘শান্তিকালীন জীবন’ পুনরুদ্ধারে কাজ করছে।
শোইগু আরও বলেছেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর যেসব সদস্য আজভস্টাল কারখানা ধরে রাখার চেষ্টা করছে সেখানে আটকে থাকা লোকদের সরিয়ে নিতে তাদের প্রভাবিত করার চেষ্টা চলছে। ইউক্রেন যুদ্ধে রুশ সৈন্যরা এবং তাদের মিত্র দনেৎস্ক এবং লুহানস্কের বিচ্ছিন্নতাবাদীরা স্বঘোষিত দনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রে আরও বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলেও দাবি করেছেন তিনি।
বিগত দুই মাসেরও বেশি সময়ের যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী ব্যাপক প্রতিরোধের মুখে ইউক্রেনের রাজধানীর আশপাশের অঞ্চল থেকে ফিরে যায় এবং দৃষ্টি নিবদ্ধ করে দনবাসের দিকে।
উল্লেখ্য, ইউক্রেনীয় সেনাবাহিনী ২০১৪ সাল থেকেই দনবাস অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের মোকাবিলা করছে। অঞ্চলটিতে তাদের অবস্থান সুসজ্জিত এবং দৃঢ় হওয়ার পরও রাশিয়ান সেনাবাহিনী এবং তাদের মিত্ররা কিছু অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে।