অনলাইন ডেস্ক
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্কে তিন বিদেশির মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে গভীর ‘উদ্বেগ’ প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার জেনেভায় জাতিসংঘের আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনের দেওয়া তথ্য অনুসারে, এই তিনজন ইউক্রেনের সেনাবাহিনীর অংশ। যদি তাই হয়, তবে তাঁদের কোনোভাবেই ভাড়াটে সৈন্য হিসেবে বিবেচনা করা যাবে না। এ ঘটনায় জাতিসংঘ গভীরভাবে “উদ্বিগ্ন”।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মুখপাত্র রাভিনা সামদাসানি গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জাতিসংঘ মানবাধিকার অফিস এ বিষয়ে গভীর উদ্বিগ্ন যে, গত ৯ জুন স্বঘোষিত দোনেৎস্ক প্রজাতন্ত্রের তথাকথিত সুপ্রিম কোর্ট মারিউপোলে আটক হওয়া ইউক্রেন সেনাবাহিনীর তিন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বিদেশি নাগরিক হয়ে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষে সেই তথাকথিত প্রজাতন্ত্রের ক্ষমতা দখলের চেষ্টা করেছে।’
সামদাসানি আরও বলেন, ‘জাতিসংঘ সেই ২০১৫ সাল থেকেই দেখে আসছে যে স্বঘোষিত তথাকথিত প্রজাতন্ত্রের বিচার বিভাগ সুবিচার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে গণশুনানি, স্বাধীন এবং নিরপেক্ষ বিচারব্যবস্থা নিশ্চিতের মতো বিষয়গুলো নিশ্চিতে ব্যর্থ হয়েছে।’
এর আগে ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভাড়াটে সেনা হিসেবে অংশ নেওয়ার অভিযোগে ব্রিটেনের দুই ও মরক্কোর এক নাগরিককে মৃত্যুদণ্ড দেন দোনেৎস্কের একটি আদালত। বৃহস্পতিবার এই দণ্ড ঘোষণা করেন স্বঘোষিত দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের আদালত।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ এলাকায় ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে রুশ বাহিনীর হাতে ধরা পড়েছিলেন এই তিন সেনা। মৃত্যুদণ্ডের সাজা পাওয়া ওই তিন ব্যক্তি হলেন নটিংহামশায়ারের এডেন অ্যাসলিন (২৮), বেডফোর্ডশায়ারের শন পিনার (৪৮) ও মরক্কোর ব্রাহিম সাদোন।
আদালতের রায়ে বলা হয়, এডেন অ্যাসলিন, শন পিনার ও ব্রাহিম সাদোন ‘গণপ্রজাতন্ত্রী দোনেৎস্ক’-এর সাংবিধানিক শৃঙ্খলা বিনষ্ট করে ক্ষমতা দখলের উদ্দেশ্যে ষড়যন্ত্রসহ নানা পদক্ষেপ নিয়েছিলেন।
এ বিষয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্রিটিশ ও এক মরক্কোর নাগরিকের আইনজীবী জানিয়েছেন, তাঁরা আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এদিকে ব্রিটেন এই বিচার প্রক্রিয়াকেই ‘প্রহসনের বিচার’ বলে আখ্যা দিয়েছে।
রায় প্রদানকারী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ওই আদালত আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। ওই তিনজনের বিরুদ্ধে ইউক্রেনের হয়ে ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। কিন্তু দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের দাবি, তাঁরা ইউক্রেনের সেনাবাহিনীতে কাজ করতেন।