হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

২০১৭ সালে প্রথম মেয়াদে নির্বাচিত হয়ে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ‘ওবামা কেয়ার’ বাতিলে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে ফিরে এসে, প্রথম দিনেই নির্বাহী আদেশে একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলেছেন তিনি।

অবশ্য ট্রাম্পের এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে মার্কিন অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি এবং ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

গণপ্রত্যাবাসন

ট্রাম্প অভিবাসন নীতিকে প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনের প্রধান অ্যাজেন্ডা ঘোষণা করেছেন। নিউইয়র্কে এক সমাবেশে তিনি বলেছিলেন, ‘প্রথম দিনেই আমি মার্কিন ইতিহাসের বৃহত্তম গণপ্রত্যাবাসন কর্মসূচি শুরু করব। এর মাধ্যমে অপরাধীদের দেশ থেকে বের করে দেওয়া হবে।’

তবে ট্রাম্পের এই প্রতিশ্রুতি অভিবাসীদের অধিকার রক্ষাকারী গোষ্ঠীগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা বলছে, এমন পরিকল্পনা বাস্তবায়ন করা যেমন জটিল, তেমনই মানবিক দিক থেকেও বিতর্কিত।

জন্মসূত্রে নাগরিকত্ব

নির্বাচনী প্রচারণায় জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, ‘যদি কেউ মার্কিন ভূমিতে জন্ম নেয়, তিনি দেশটির নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখেন।’ ট্রাম্প এই আইন পরিবর্তন করার ঘোষণা দিয়ে বলেছেন, ‘প্রথম দিনেই আমি এই অধিকার বাতিল করব।’ তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি বাস্তবায়নে ব্যাপক আইনি বাধার সম্মুখীন হতে হবে।

ক্যাপিটল হিল দাঙ্গায় অভিযুক্তদের সাধারণ ক্ষমা

ট্রাম্পের আরও একটি বিতর্কিত প্রতিশ্রুতি হলো, ৬ জানুয়ারি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় অভিযুক্তদের সাধারণ ক্ষমা ঘোষণা। তিনি বলেছেন, ‘আমি প্রথম দিনেই বিষয়টি বিবেচনা করব।’ টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘দায়িত্ব নেওয়ার প্রথম ৯ মিনিটের মধ্যেই আমি এ বিষয়ে কাজ শুরু করব।’ তবে সমালোচকেরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ আইন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমিয়ে দেবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান

ট্রাম্পের সবচেয়ে সাহসী প্রতিশ্রুতির মধ্যে একটি ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। তিনি একটি নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, ক্ষমতায় যাওয়ার আগেই তিনি এই যুদ্ধ শেষ করবেন। কমলা হ্যারিসের সঙ্গে এক বিতর্কে তিনি বলেন, ‘এই যুদ্ধের দ্রুত সমাধান করা হবে। আমি জানি, জেলেনস্কি ও পুতিন কীভাবে কাজ করেন। তাঁদের দুজনের সঙ্গেই আমার ভালো সম্পর্ক এবং তাঁরা দুজনই আমাকে সম্মান করেন। তাঁরা বাইডেনকে সম্মান করেন না।’

শুল্ক আরোপ

ট্রাম্প ঘোষণা করেছেন, মেক্সিকো ও কানাডার সব ধরনের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। গত বছরের ২৫ নভেম্বর ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ‘২০ জানুয়ারি, প্রথম দিনের নির্বাহী আদেশগুলোর একটি হবে মেক্সিকো এবং কানাডার সব পণ্যে শুল্ক আরোপ করা। এটি আমার প্রথম দিনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।’

তবে অর্থনীতিবিদেরা সতর্ক করেছেন, এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিদ্যুচ্চালিত গাড়িসংক্রান্ত

অর্থনৈতিক ইস্যু নিয়ে দেওয়া প্রতিশ্রুতিতে ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বাইডেন প্রশাসনের ‘ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) ম্যান্ডেট’ বাতিল করবেন। হিউস্টনে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, ‘আমি ক্ষমতায় আসার প্রথম দিনেই “কুটিল জো”–এর ইলেকট্রিক ভেহিক্যাল ম্যান্ডেট বাতিল করব।’

এই ম্যান্ডেট হলো বাইডেন প্রশাসনের একটি নির্দেশনা। যেখানে বলা হয়, ২০৩০ সালের মধ্যে নতুন বিক্রি হওয়া ৫০ শতাংশ গাড়ি ও ট্রাকে কোনো সাইলেন্সার থাকবে না। অর্থাৎ এসব গাড়ি ও ট্রাক হবে ধোঁয়াহীন। পরিবেশ সংরক্ষণ সংস্থা (ইপিএ) জানিয়েছে, বিদ্যুচ্চালিত গাড়ি এই লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে। যদিও বাইডেন প্রশাসন কাউকে বাধ্যতামূলক এ ধরনের গাড়ি কিনতে বলেনি। তবে ট্রাম্প এই উদ্যোগকে ‘ইলেকট্রিক ভেহিক্যাল ম্যান্ডেট’ বা ‘বৈদ্যুতিক গাড়ির ম্যান্ডেট’ বলে সমালোচনা করেছেন।

জ্বালানি খাত

জীবাশ্ম জ্বালানি উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমেরিকায় আরও বেশি জ্বালানি তেল উত্তোলন করব। এতে জ্বালানি খরচ কমবে।’ তবে পরিবেশবাদীরা বলছেন, এই ধরনের পদক্ষেপ জলবায়ু পরিবর্তনের সংকটকে তীব্র করবে।

ট্রান্সজেন্ডার অধিকার

ট্রাম্প ট্রান্সজেন্ডার নারীদের অধিকার সীমিত করতে চান। ট্রান্সজেন্ডারদের নারীদের খেলায় অংশগ্রহণ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি প্রথম দিনেই ট্রান্সজেন্ডারদের ওপর বাইডেনের আরোপিত সব নীতি বাতিল করব।’

জেন্ডার-অ্যাফার্মিং কেয়ার

লৈঙ্গিক পরিচয় নিশ্চিত করা এবং ট্রান্সজেন্ডারদের চিকিৎসা সহায়তা দেওয়ার উদ্দেশ্যে বাইডেন সরকারের উদ্যোগ ‘জেন্ডার-অ্যাফার্মিং কেয়ার’ বন্ধ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণা এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

মেড-ইন-আমেরিকা উদ্যোগ

ট্রাম্প আমেরিকার গাড়িশিল্পকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার জন্য একটি ভোট মানে, আমার নেতৃত্বে আমেরিকার অটোমোবাইল শিল্প পুনরায় শীর্ষস্থানে যাবে। এটি আমেরিকান শ্রমিকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।’

প্রথম কর্মদিবসে ট্রাম্পের এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা উচ্চাভিলাষী এবং বিতর্কিত। তবে এসব পরিকল্পনা কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে। আইনি বাধা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং জনমত তাঁর প্রশাসনের সামনে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে।

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

সেকশন