হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনের ট্যাক্সের টাকা দিয়ে ইসরায়েলের বিদ্যুৎ বিল পরিশোধের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০০: ১৭
পশ্চিম তীরে ইসরায়েলি পাওয়ার প্ল্যান্ট। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের জন্য আদায়কৃত ট্যাক্স ফান্ডের অর্থ দিয়ে বিদ্যুৎ খাতে ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) বড় ঋণ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে পিএর আর্থিক সংকট গভীর হয়েছে। এর মধ্যে ট্যাক্সের ফান্ড আটকে রেখে তা নিজের স্বার্থ রক্ষার্থে এই সিদ্ধান্ত নিল দখলদার ইসরায়েল।

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত ঘটাতে পারে। ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গতকাল রোববার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ জানিয়েছেন, পিএর জন্য সংগ্রহ করা ট্যাক্সের অর্থ ব্যবহার করে রাষ্ট্রীয় ইসরায়েল ইলেকট্রিক কোম্পানির (আইইসি) প্রায় ২ বিলিয়ন শেকেল (৫৪৪ মিলিয়ন ডলার) ঋণ পরিশোধের পরিকল্পনা করেছে।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘস্থায়ী এক সমঝোতা চুক্তি অনুসারে, ইসরায়েল পশ্চিম তীরে প্রবেশ করা পণ্য থেকে কর আদায় করে এবং তা রামাল্লাহতে পিএর কাছে হস্তান্তর করে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে আক্রমণের পর থেকে গাজায় প্রশাসনিক ব্যয়ের জন্য বরাদ্দ করা ৮০০ মিলিয়ন শেকেল আটকে রেখেছে ইসরায়েল।

স্মটরিচ রোববারের মন্ত্রিসভা বৈঠকে জানিয়েছেন, নরওয়েতে সংরক্ষিত এই অর্থ আইইসির ১ দশমিক ৯ বিলিয়ন শেকেল ঋণ পরিশোধে ব্যবহার করা হবে। তিনি বলেন, ইসরায়েলবিরোধী কিছু কর্মকাণ্ডের পর এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছে এবং এর মধ্যে নরওয়ের একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও রয়েছে।

স্মটরিচ আরও উল্লেখ করেন, পিএর ঋণের কারণে আইইসি উচ্চ সুদ এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, এর ভার ইসরায়েলের নাগরিকদের ওপর পড়েছে।

ফিলিস্তিনের অর্থ মন্ত্রণালয় জানায়, গত বছরের জানুয়ারি থেকে নরওয়েতে আটকে থাকা ১ দশমিক ৫ বিলিয়ন শেকেল তহবিলের একটি অংশ হস্তান্তরের জন্য তাঁরা দেশটির সঙ্গে সম্মতিতে পৌঁছান। এই তহবিল গাজার আর্থিক সহায়তার জন্য বরাদ্দ ছিল। তবে অর্থ এভাবে আটকে রাখাকে শাস্তিমূলক পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।

চুক্তির অংশ হিসেবে, নরওয়েতে সংরক্ষিত অর্থের ৭৬৭ মিলিয়ন শেকেল ইসরায়েলি জ্বালানি কোম্পানিগুলোর কাছে সাপ্তাহিক জ্বালানি কেনার জন্য প্রদান করা হবে। একই পরিমাণ অর্থ পিএর বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর আইইসির কাছে বিদ্যুৎ-সংক্রান্ত ঋণ পরিশোধে ব্যবহার করা হবে।

স্মটরিচ পিএকে অর্থ পাঠানোর বিরোধিতা করেছেন। তিনি অভিযোগ করেন, পিএ হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার জন্য পরোক্ষভাবে সমর্থন দিয়েছে।

ইসরায়েল এ ধরনের আরও অর্থ আটকে রেখেছে। ফিলিস্তিনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল বর্তমানে প্রতি মাসে গাজার জন্য বরাদ্দ ২৭৫ মিলিয়ন শেকেল ট্যাক্স রাজস্ব থেকে কেটে রাখছে, যা পিএর আর্থিক সংকটকে আরও ঘনীভূত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই তহবিল দ্রুত মুক্তি নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে।

কার্যালয় থেকে পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরানোর ব্যাখ্যা দিলেন ভারতীয় সেনাপ্রধান

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

ট্রাম্পের হবু প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ নিজের সন্তানের নাম ভুলে গেছেন

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

সেকশন