হোম > বিশ্ব

হাইতিতে সহিংসতায় ১০ দিনে নিহত ২০৯ 

অনলাইন ডেস্ক

হাইতিতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সহিংসতায় ১০ দিনে দুই শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সহিংসতায় লিপ্ত হয়েছে। রাজধানীর একটি এলাকার নিয়ন্ত্রণ নিতেই এই সহিংসতা। এতে গত ৮-১৭ জুলাইয়ের মধ্যে ২০৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে প্রায় অর্ধেকই সাধারণ মানুষ, যারা কোনো দলেরই অংশ নয়। 

সহিংসতায় একদিকে প্রতিনিয়ত মানুষ মরছে, অন্যদিকে এর কারণে খাদ্য ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিবিসির সঙ্গে আলাপে স্থানীয় এক বাসিন্দা জানান, তাঁর জীবন যেন ভয়, হতাশা ও মানসিক চাপের এক দুঃসহ চক্রে আটকা পড়েছে। 

গত বছর দেশটির প্রেসিডেন্ট জোভেনেল ময়েজ আততায়ীর হাতে নিহত হওয়ার পর থেকেই সেখানে সহিংসতা বেড়ে যায়। তবে গত ৮ জুলাই জি-নাইন ও জি-পেপ নামের দুই অপরাধী গোষ্ঠীর মধ্যে সংঘাত শুরু হলে এর মাত্রা ব্যাপক বেড়ে যায়। 

মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, গত ৮ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে হাইতিতে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে চলা সহিংসতায় ২০৯ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ২৫৪ জন।

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশে’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

সেকশন