ডয়চে ভেলে
একসময় পূর্ব জার্মানিতে তৈরি এমজেড মোটরসাইকেল বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছিল৷ ২০০৮ সালে সেই কোম্পানি বন্ধ হয়ে যায়৷ তবে এখনো কিউবার এক শহরে এই মোটরসাইকেলের জনপ্রিয়তা তুঙ্গে৷
কিউবার একেবারে পূর্বের শহর সান্তিয়াগো দে কিউবা৷ এটি পূর্ব জার্মানিতে তৈরি মোটরসাইকেল এমজেডের রাজধানী বলে পরিচিত৷ কারণ শহরে যত মোটরসাইকেল চলে তার অর্ধেকেরই বেশি এমজেড মোটরসাইকেল- সংখ্যায় ১০ হাজারের বেশি৷ শুধুমাত্র ওই শহরেই মোটরসাইকেল চালকদের ট্যাক্সি চালানোর লাইসেন্স দেওয়া হয়৷
কিউবার দ্বিতীয় সবচেয়ে বড় শহর সান্তিয়াগো সেখানে প্রায় পাঁচ লাখ মানুষ বাস করেন৷ এর মধ্যে কয়েক হাজার মানুষ আশির দশকে সাবেক পূর্ব জার্মানিতে অতিথি শ্রমিক হিসেবে গিয়েছিলেন৷ সেখান থেকে ফেরার সময় তারা এমজেড মোটরসাইকেল নিয়ে যান৷
তাদেরই একজন উইলমেন্স অবরেগন অর্টিজ৷ তিনি বলেন, ‘খুব তাড়াতাড়িই আমরা মোটরসাইকেলের ফ্যান হয়ে গিয়েছিলাম৷ ভালো টাকা আয় করতাম৷ তাই মনে হয়েছিল এটা কেনা যায়৷ তখন রাষ্ট্রদূত, আমাদের বস আর সরকারের সঙ্গে কথা বলেছিলাম৷ একসময় তারা বাইক আমদানির অনুমতি দেন৷’
পূর্ব জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিপণ্য ছিল এমজেড৷ ১০০-র বেশি দেশে এটি রপ্তানি করা হয়েছিল৷
কিউবার প্রায় ৩০ হাজার নাগরিক পড়াশোনা বা ট্রেনিং নিতে পূর্ব জার্মানি গিয়েছিলেন৷ সেই সুযোগে তারা এমজেড কিনে কিউবায় নিয়ে যান৷ এখনো সেই সব এমজেডের প্রায় সবগুলো রাস্তায় চলছে৷ সে কারণে বিশ্বের সবচেয়ে বেশি এমজেড চালক এখন আছেন কিউবায়৷
মোটরসাইকেল ঠিক করার অনেক ওয়ার্কশপও আছে৷ অনেক বাড়িতেও ওয়ার্কশপ আছে৷ অনেকে শক অবজার্ভার, কার্বোরেটর ও ব্যাটারির মতো বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন৷
কিউবার বেশির ভাগ রাস্তা পুরোনো, অনেক গর্তও আছে৷ অনেক রাস্তা আবার পাকাও নয়৷ এমন রাস্তার জন্যই এমজেড তৈরি৷ এটি যেমন ঠিক করা সহজ, তেমনি রক্ষণাবেক্ষণও কঠিন নয়৷