হোম > বিশ্ব

কিউবার যে শহরে এখনো জনপ্রিয় পূর্ব জার্মানির মোটরসাইকেল

ডয়চে ভেলে

একসময় পূর্ব জার্মানিতে তৈরি এমজেড মোটরসাইকেল বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছিল৷ ২০০৮ সালে সেই কোম্পানি বন্ধ হয়ে যায়৷ তবে এখনো কিউবার এক শহরে এই মোটরসাইকেলের জনপ্রিয়তা তুঙ্গে৷

কিউবার একেবারে পূর্বের শহর সান্তিয়াগো দে কিউবা৷ এটি পূর্ব জার্মানিতে তৈরি মোটরসাইকেল এমজেডের রাজধানী বলে পরিচিত৷ কারণ শহরে যত মোটরসাইকেল চলে তার অর্ধেকেরই বেশি এমজেড মোটরসাইকেল- সংখ্যায় ১০ হাজারের বেশি৷ শুধুমাত্র ওই শহরেই মোটরসাইকেল চালকদের ট্যাক্সি চালানোর লাইসেন্স দেওয়া হয়৷

কিউবার দ্বিতীয় সবচেয়ে বড় শহর সান্তিয়াগো সেখানে প্রায় পাঁচ লাখ মানুষ বাস করেন৷ এর মধ্যে কয়েক হাজার মানুষ আশির দশকে সাবেক পূর্ব জার্মানিতে অতিথি শ্রমিক হিসেবে গিয়েছিলেন৷ সেখান থেকে ফেরার সময় তারা এমজেড মোটরসাইকেল নিয়ে যান৷ 

তাদেরই একজন উইলমেন্স অবরেগন অর্টিজ৷ তিনি বলেন, ‘খুব তাড়াতাড়িই আমরা মোটরসাইকেলের ফ্যান হয়ে গিয়েছিলাম৷ ভালো টাকা আয় করতাম৷ তাই মনে হয়েছিল এটা কেনা যায়৷ তখন রাষ্ট্রদূত, আমাদের বস আর সরকারের সঙ্গে কথা বলেছিলাম৷ একসময় তারা বাইক আমদানির অনুমতি দেন৷’

পূর্ব জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিপণ্য ছিল এমজেড৷ ১০০-র বেশি দেশে এটি রপ্তানি করা হয়েছিল৷

কিউবার প্রায় ৩০ হাজার নাগরিক পড়াশোনা বা ট্রেনিং নিতে পূর্ব জার্মানি গিয়েছিলেন৷ সেই সুযোগে তারা এমজেড কিনে কিউবায় নিয়ে যান৷ এখনো সেই সব এমজেডের প্রায় সবগুলো রাস্তায় চলছে৷ সে কারণে বিশ্বের সবচেয়ে বেশি এমজেড চালক এখন আছেন কিউবায়৷  

মোটরসাইকেল ঠিক করার অনেক ওয়ার্কশপও আছে৷ অনেক বাড়িতেও ওয়ার্কশপ আছে৷ অনেকে শক অবজার্ভার, কার্বোরেটর ও ব্যাটারির মতো বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন৷

কিউবার বেশির ভাগ রাস্তা পুরোনো, অনেক গর্তও আছে৷ অনেক রাস্তা আবার পাকাও নয়৷ এমন রাস্তার জন্যই এমজেড তৈরি৷ এটি যেমন ঠিক করা সহজ, তেমনি রক্ষণাবেক্ষণও কঠিন নয়৷

ইউরোপে ন্যাটোভুক্ত দেশে পারমাণবিক বোমার মজুত বাড়াল যুক্তরাষ্ট্র

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের, গাজায় ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

৩০ লাখ কুকুর নিধনের পরিকল্পনা মরক্কোর

জিম্মি তালিকা নিয়ে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায়

সেকশন