হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তিন প্রদেশের সামরিক স্থাপনায় হামলা ইসরায়েলের, ক্ষয়ক্ষতি সামান্যই: তেহরান

অনলাইন ডেস্ক

তেহরানের আকাশে সক্রিয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি: সংগৃহীত

ইরানের তিনটি প্রদেশের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে ঠিক কতগুলো স্থাপনায় হামলা চালানো হয়েছিল সে বিষয়ে কোনো তথ্য দেয়নি দেশটি। তেহরান দাবি করেছে, ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি সামান্যই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইরানের ন্যাশনাল এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার্স জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এক বিবৃতিতে, ইরানের এই বাহিনী জানিয়েছে, ইসরায়েল তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে।

এক বিবৃতিতে ন্যাশনাল এয়ার ডিফেন্স হেডকোয়ার্টার্স বলেছে, ‘সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে (ইসরায়েলের) এই আক্রমণ প্রতিহত করেছে, যদিও কিছু স্থানে সীমিত ক্ষতি হয়েছে এবং এই ঘটনার পরিসর বর্তমানে তদন্তাধীন।’

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় আজ শনিবার ভোরে ইসরায়েল প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এই হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরায়েলে ‘ইরানের কয়েক মাসের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া’ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

চলতি বছরের এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়। জবাবে তেহরান ইসরায়েলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এরপর, ইসরায়েলও জবাবে ইরানে হামলা চালায়। তবে ইরান দাবি করেছিল, তারা সেই হামলা ঠেকিয়ে দিয়েছিল।

সর্বশেষ, গত ১ অক্টোবর ইরান ইসরায়েলে আবারও হামলা চালায়। এবার দেশটি ১৮০ টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সেই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকেই ইসরায়েল ইরানে হামলা চালানোর কথা বলে আসছিল। অবশেষে ইসরায়েল সেই হামলা চালাল আজ শনিবার।

আইডিএফ ইরানে হামলা চালানোর বিষয়ে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ‘ইরান ও এর আঞ্চলিক দোসররা গত বছরের অক্টোবরের ৭ তারিখ থেকে ভিন্ন সাতটি ফ্রন্ট থেকে ইসরায়েলের ওপর নিরলস আক্রমণ চালাচ্ছে। এমনকি ইরানের মাটি থেকেও সরাসরি আক্রমণও করা হয়েছিল ইসরায়েলে। বিশ্বের অন্যান্য সার্বভৌম দেশের মতো ইসরায়েল রাষ্ট্রেরও নিজেকে এবং নিজ জনগণকে রক্ষার অধিকার এবং দায়িত্ব আছে।’

বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি আরও বলেন, ‘আমাদের প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক সক্ষমতা সম্পূর্ণরূপে সক্রিয়। ইসরায়েল রাষ্ট্র ও ইসরায়েলের জনগণকে রক্ষা করতে যা কিছু প্রয়োজন, আমরা তা করব।’

ইরানে হামলা সম্পন্ন হয়েছে জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে, আইডিএফ ইরানের ভূখণ্ডের কৌশলগত স্থাপনার ওপর হামলা চালিয়েছে এবং এই অপারেশন শেষ হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইরানের বিভিন্ন অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে আইডিএফ সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। আমাদের (যুদ্ধ) বিমান নিরাপদে দেশে ফিরে এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ইসরায়েল রাষ্ট্র ও এর নাগরিকদের ওপর হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা পরিচালনা করা হয়েছে। পাল্টা হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মিশন সফল।’

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে—ইসরায়েলি বিমানবাহিনী গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় আঘাত করেছে। এসব স্থাপনায় তৈরি ক্ষেপণাস্ত্র দিয়েই ইরান ইসরায়েলে হামলা চালিয়েছিল। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নাগরিকদের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ইসরায়েলি বাহিনী আরও জানিয়েছে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যাটারি এবং অতিরিক্ত ইরানি আকাশ প্রতিরক্ষা সক্ষমতায়ও আঘাত হেনেছে।

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

সেকশন