হোম > বিশ্ব

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল চীনের সিনোভ্যাক টিকা

অনলাইন ডেস্ক

ঢাকা: জরুরি ব্যবহারের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে চীনের সিনোভ্যাক করোনা টিকা। গতকাল মঙ্গলবার সংস্থাটি এই অনুমোদন দেয়।

এ নিয়ে এখন পর্যন্ত দুটি চীনা ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল। এর আগে চীনের সিনোফার্ম ভ্যাকসিনকেও অনুমোদন দেয় জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, চীনের সিনোভ্যাক টিকা ৫১ শতাংশ উপসর্গজনিত অসুস্থতা কমায়। এ ছাড়া এই ভ্যাকসিন গ্রহণকারীদের মধ্যে কারওই কোভিড-১৯ এ গুরুতর অসুস্থতা দেখা যায়নি কিংবা কাউকে হাসপাতালে ভর্তি হতে হয়নি।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলছেন যে, চীনের ভ্যাকসিন নিয়ে এখনো কিছু তথ্য প্রমাণের অভাব রয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোভ্যাক-করোনাভ্যাক কোভিড-১৯ ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

সম্প্রতি ব্রাজিলে সেরেনা শহরে চালানো শহরে গবেষণায় দেখা গেছে চীনের সিনোভ্যাক ভ্যাকসিন ৯৫ শতাংশ প্রাপ্ত বয়স্ক করোনা রোগীদের মৃত্যু কমাতে সক্ষম হয়েছে। করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ব্রাজিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচিতে এখন থেকে ব্যবহার করা যাবে সিনোভ্যাক করোনা টিকা। কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বিশ্বে করোনার টিকার ন্যায্যভাবে বণ্টনের চেষ্টা চলানো হচ্ছে।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার আগেই সিনোভ্যাক ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োগ শুরু হয়েছে। এ ছাড়া চীনও নিজেদের জনগণের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করেছে।

গাজার রাফাহ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

নাইজেরিয়ায় পেট্রলবাহী ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জন নিহত

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

‘ডিপ স্টেট’ ভেঙে মার্কিন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য যে পরিকল্পনা সাজালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বন্ধ টিকটক, নিষেধাজ্ঞা থেকে ৯০ দিনের অব্যাহতি দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শিগগির

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

সেকশন