হোম > বিশ্ব

দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক

আফ্রিকায় শনাক্তের পর বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন। এ পর্যন্ত মোট ৭৭টি দেশে এই ধরন ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম এক সংবাদ সম্মেলনে আশঙ্কা করে বলেছেন, এখনো হয়তো অনেক দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে, কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি। 

টেড্রোস উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘করোনার এই নতুন ধরনকে এখনো আমরা অবমূল্যায়ন করছি। এটি মোকাবিলার জন্য এখনো যথেষ্ট পরিমাণে উদ্যোগ নেওয়া হয়নি। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, যদিও ওমিক্রন কম গুরুতর রোগের কারণও হয়, তবু এই ভাইরাসে আক্রান্তের হার আবার অপ্রস্তুত স্বাস্থ্যব্যবস্থাকে ছাপিয়ে যেতে পারে। 

টিকার বুস্টার ডোজ প্রসঙ্গে টেড্রোস বলেন, অনেক দেশ বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু বুস্টার ডোজ দিলেই যে ওমিক্রন থেকে মুক্তি মিলবে এমন প্রমাণ এখনো নেই। 

টেড্রোস আধানম আরও বলেন, ‘ভ্যাকসিন দেওয়া হয়েছে মানেই মাস্ক নয়, ভ্যাকসিন দেওয়া হয়েছে মানেই সামাজিক দূরত্ব নয়, এমনটি ভাবলে চলবে না। করোনা-সংক্রান্ত সব বিধিনিষেধ সমানভাবে মেনে চলতে হবে।’

করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। পরে তা বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তবে দক্ষিণ আফ্রিকার তুলনায় আমেরিকায় বেশি হারে সংক্রমণ ছড়াচ্ছে ডেলটা। ডেলটার প্রভাব যেসব দেশে বেশি ছিল, সেই সব দেশেই বেশি ছড়িয়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী কমিউনিটি ট্রান্সমিশন হলে ডেলটাকেও ছাড়িয়ে যাবে ওমিক্রন। 

যেভাবে পৃথিবীর সবচেয়ে বিতর্কিত অ্যাপে পরিণত হলো টিকটক

ইউরোপে ন্যাটোভুক্ত দেশে পারমাণবিক বোমার মজুত বাড়াল যুক্তরাষ্ট্র

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের, গাজায় ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ট্রাম্পের নামে মিম কয়েন, এক লাফে দাম উঠল ৩২ ডলার

অভিষেকের আগে আবারও বিক্ষোভের মুখে ট্রাম্প

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

৩০ লাখ কুকুর নিধনের পরিকল্পনা মরক্কোর

সেকশন