অনলাইন ডেস্ক
সম্প্রতি বিশ্বের ঝুঁকিপূর্ণ ভূমি ও সামুদ্রিক এলাকা রক্ষার জন্য ১০০ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর এই অনুদান প্রাথমিকভাবে কঙ্গো অববাহিকা, গ্রীষ্মমণ্ডলীয় আন্দিজ এবং প্রশান্ত মহাসাগর এলাকার উন্নয়নে খরচ করা হবে।
বেজোস বলেন, শিল্প যুগের আগে মানুষ প্রাকৃতিক বন, পরিচ্ছন্ন নদী ও নির্মল বাতাস উপভোগ করতে পারত। কিন্তু এখন এগুলো দূষিত হচ্ছে। দারিদ্র্য, শিশুর মৃত্যুহার, শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন সূচকে আগের চেয়ে বর্তমান অবস্থা ভালো। তবে বর্তমান প্রাকৃতিক অবস্থা ৫০০ বছর আগের চেয়ে অনেক খারাপ পরিস্থিতিতে পৌঁছেছে।
বেজোস আরও বলেন, `আমরা অবশ্যই পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে পারব। একসঙ্গে কাজ করলে অবশ্যই আধুনিক পৃথিবী ও সমৃদ্ধ প্রকৃতিকে উপভোগ করা সম্ভব। তবে এই পরিস্থিতি মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। আশা করি আমার এই প্রতিশ্রুতি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।' এ ছাড়া বেজোস জানান, তাঁর ভবিষ্যতের প্রতিশ্রুতিগুলো প্রাকৃতিক দৃশ্য পুনরুদ্ধার এবং খাদ্যব্যবস্থার রূপান্তরের জন্য করা হবে।