হোম > বিশ্ব > ইউরোপ

‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ মারিউপোলের প্রতিরক্ষা ব্যবস্থা: ইউক্রেন

অনলাইন ডেস্ক

ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বন্দরনগরী মারিউপোলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। ওই অঞ্চলে আটকে থাকা সামরিক ও বেসামরিক লোকদের সরিয়ে নিতে রাশিয়ার প্রতি আলোচনার আহ্বান জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ এ কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 

রোববার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টার পক্ষে থেকে এই আলোচনার আহ্বান জানানো হয়। এর আগে, মারিউপোলের আজভস্টাল স্টিল প্ল্যান্টে আশ্রয় নেওয়া লোকদের পাঠানো এক নতুন ভিডিও বার্তায় দেখা গেছে—সেখানকার নারীরা বলছেন, তাদের কাছে বেঁচে থাকার জন্য আর মাত্র কয়েক দিনের রসদ রয়েছে। 

আজভস্টাল স্টিল প্ল্যান্টটিই মারিউপোলের প্রতিরোধ ব্যবস্থার সর্বশেষ ঘাঁটি। সেখানে কয়েক শ ইউক্রেনীয় যোদ্ধা ও প্রায় ১ হাজার বেসামরিক লোক ভূগর্ভস্থ টানেলে লুকিয়ে আছে বলে অনুমান করা হয়। 

ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, ‘মারিউপোলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে এবং আমরা রুশদের কাছে আজভস্টাল নিয়ে আজভস্টালের নিকটবর্তী এলাকায় একটি বিশেষ আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি।’ আরেস্টোভিচ পরে এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছিলেন—ইউক্রেন মারিউপোলে মানবিক করিডর স্থাপন ও প্ল্যান্টে থাকা যোদ্ধাদের বিনিময়ে রুশ যুদ্ধবন্দীদের বিনিময়ের প্রস্তাব দিয়েছে। তবে, রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

৩.৭ বিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে চীন ও শ্রীলঙ্কার মধ্যে চুক্তি

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকির জবাব দিল রাশিয়া

পুলিশ পুনর্গঠনে ইসলামি আইনের দ্বারস্থ সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

নিজেদের জলসীমায় রুশ গুপ্তচর জাহাজ ঢুকে পড়ার দাবি যুক্তরাজ্যের

৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ভারতীয় নারীদের

তোমার জন্য বড় সুযোগ এখনই যুদ্ধ বন্ধ করার, পুতিনকে ট্রাম্প

আবর্জনার পাত্রে পড়ে ছিল ২ হাজার বছরের পুরোনো গ্রিক ভাস্কর্য

মেক্সিকো সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করছেন ট্রাম্প

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

সেকশন