অনলাইন ডেস্ক
বেঙ্গালুরু সিটি করপোরেশন ‘ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকা’ (বিবিএমপি) আগামী ২৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত বাজারগুলোতে মাংস বিক্রি, মাংসজাত খাবার বিক্রি করে এমন হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। অ্যারো ইন্ডিয়ার ২০২৫ সালের ‘এয়ার শো’ উপলক্ষে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানিয়েছে, আগামী ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি অ্যারো ইন্ডিয়া ২০২৫–এর ১৫ তম প্রদর্শনী বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মাংস বিক্রি ও পরিবেশনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিবিএমপি জানিয়েছে, খোলা জায়গায় মাংসের বর্জ্য জমা হলে তা শকুন ও বিভিন্ন পাখিকে আকৃষ্ট করে। এই পাখিগুলো উড়োজাহাজের জন্য বিপজ্জনক হতে পারে এবং মাঝ আকাশে দুর্ঘটনার কারণ হতে পারে।
বিবিএমপির বিবৃতিতে বলা হয়েছে, ‘২৩ জানুয়ারি ২০২৫ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ইয়েলাহাঙ্কা বিমানঘাঁটির ১৩ কিলোমিটারের মধ্যে সব ধরনের মাংসের দোকান ও মাংসজাত খাবার বিক্রি বন্ধ রাখতে হবে। নির্দেশ অমান্য করলে বিবিএমপি আইন ২০২০ এবং ভারতীয় এয়ারক্রাফট রুলস ১৯৩৭–এর ৯১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে।’
অ্যারো ইন্ডিয়ার ‘এয়ার শো’তে প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন, সিইওদের গোলটেবিল বৈঠক, ইন্ডিয়া প্যাভিলিয়ন এবং এয়ারস্পেস কোম্পানিগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীটি ভারতের আকাশ (এয়ারস্পেস) ও প্রতিরক্ষা শিল্পের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করে। ১৯৯৬ সাল থেকে অ্যারো ইন্ডিয়ার ‘এয়ার শো’ আয়োজন করে আসছে।