অনলাইন ডেস্ক
রাশিয়া, নাভালনিচিকিৎসার দাবিতে অনশনে বসতে যাচ্ছেন জেলে থাকা রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি গতকাল বুধবার জানিয়েছেন, তাঁর পিঠে ব্যথা, পায়ও অসাড় হয়ে গেছে। খবর রয়টার্স।
আড়াই বছরের কারাদণ্ডপ্রাপ্ত নাভালনি বর্তমানে রাশিয়ার একটি কুখ্যাত কারাগারে রয়েছেন। ২০১৪ সালের জালিয়াতির একটি মামলায় স্থগিত সাজার শর্ত লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়।
নাভালনির অভিযোগ, পরীক্ষা-নিরীক্ষা না করেই তাঁকে ব্যথানাশক ওষুধ খেতে দেওয়া হচ্ছে।
ইনস্টাগ্রামে একটি পোস্টে নাভালনি বলেন, আইন মেনে যাতে একজন চিকিৎসক আমাকে দেখতে আসেন, এই দাবিতে আমি অনশনে বসতে যাছি।
গত সপ্তাহে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে দুটি মামলা করেন নাভালনি। তাঁর অভিযোগ, কারাগারে উপস্থিতি নিশ্চিত হওয়ার জন্য একজন প্রহরী তাঁকে আটবার ঘুম থেকে জাগিয়েছিল।