হোম > বিশ্ব > ইউরোপ

ট্রাম্পের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি প্রস্তাবে জার্মানির ‘না’

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা ব্যয় নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। ট্রাম্পের দাবি, ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে খরচ করতে হবে। তবে এতে একমত নন শলৎস। পশ্চিম জার্মানিতে গত সোমবার এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তিনি।

ওলাফ শলৎস বলেন, ‘জার্মানির ক্ষেত্রে জিডিপির ৫ শতাংশ খরচ করা মানে প্রতিরক্ষায় ২০ হাজার কোটি ইউরো খরচ করা। জার্মানির ফেডারেল বাজেটই ৫০ হাজার কোটি ইউরো হয় না।’

ওলাফ শলৎস বলেন, ‘প্রচুর কর বাড়িয়ে বা অন্য সব খরচ কমিয়ে প্রতিরক্ষায় খরচ বাড়াতে হবে। কিন্তু অন্য সব খাতে খরচ করা খুব জরুরি। আমি কখনো পেনশন কমাব না, স্থানীয় সরকার বা যানবাহন পরিকাঠামোর খরচ কাটছাঁট করব না।’

জার্মান চ্যান্সেলর বলেন, গত বছর জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষায় খরচ করা হয়েছিল। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম প্রতিরক্ষায় জিডিপির ২ শতাংশ অর্থ খরচ করা হয়েছে। এই হার বহাল থাকবে।

ওলাফ শলৎস আরও বলেন, ‘যাঁরা জিডিপির ২ শতাংশের বেশি অর্থ ব্যয়ের প্রস্তাব দিচ্ছেন, তাঁরা এটাও জানান, ওই অর্থ কোথা থেকে পাওয়া যাবে?’ ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর জার্মানির পার্লামেন্টে শলৎস জানিয়েছিলেন, জার্মান সেনাবাহিনীর জন্য তিনি ১০ হাজার কোটি ইউরোর বিশেষ তহবিল তৈরি করবেন। কিন্তু বাজেট পরিস্থিতি ও ঘাটতি নিয়ে কড়া সাংবিধানিক নিয়মের কারণে শেষ পর্যন্ত সেটি করা তাঁর পক্ষে সম্ভব হয়নি।

এদিকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, সেনাবাহিনীর জন্য খরচ বাড়ানো উচিত। সম্প্রতি ইউক্রেনের হাতে অত্যাধুনিক কামান তুলে দেওয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আগামী দিনে সেনাবাহিনীর ক্ষমতা বাড়ানোকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ২০২৫ সালে আমরা এই প্রবণতা বজায় রাখব। পরের বছরগুলোতেও আমাদের প্রতিরক্ষায় আরও বিনিয়োগ করতে হবে। জিডিপির ২ শতাংশ দিয়ে তা শুরু হয়েছে। সেটা আরও বাড়াতে হবে।’

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলা, বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা

সেকশন