ইউক্রেন যুদ্ধ রাশিয়া নতুন রণকৌশল গ্রহণ করেছে। এখন থেকে রাশিয়া ইউক্রেনে হামলার ক্ষেত্রে নতুনত্ব আনবে। কেবল সামরিক অবকাঠামো বা স্থাপনায় নয়, রাশিয়া এখন থেকে ইউক্রেনের কৌশলগত সব ধরনের স্থাপনায়ই হামলা চালাবে। মস্কোর তরফ থেকে এই ঘোষণা এমন এক সময়ে এল, যার মাত্র দিন কয়েক আগেই ইউক্রেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দেওয়া এটিএসিএমএস ও স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তাদের সরবরাহ করা দূর পাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসিএমএস দিয়ে রাশিয়ায় হামলা করার অনুমতি দিয়েছে। একই ধরনের অনুমতি দিয়েছে যুক্তরাজ্যও। লন্ডনের দেওয়া দূর পাল্লার স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাতে পারবে কিয়েভ। অনুমতি দেওয়ার কিছুদিন পরই কিয়েভ এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে।
রাশিয়ায় কিয়েভের হামলার জবাবে মস্কোও ইউক্রেনে যুদ্ধের ইতিহাসে প্রথমবারের মতো দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। পাশাপাশি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁর দেশের কাছে ওরেশনিক নামের নতুন এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বিশাল মজুত আছে এবং তাঁর দেশ এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালিয়ে যাবে।
রাশিয়ার সংবাদমাধ্যম প্রাভদার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পার্লামেন্ট স্টেট ডুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রথম উপসভাপতি অ্যালেক্সি চেপা বলেছেন, ‘আমরা এসব (ইউক্রেনের) ক্ষেপণাস্ত্র আকাশে ভূপাতিত করি। তবে অবশ্যই, আক্রমণ অব্যাহত থাকলে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাবেই। আমরা এই বিষয়টি মোকাবিলা করব। আমরা এসব ক্ষেপণাস্ত্র সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল। আমাদের কাছে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার উপায় রয়েছে এবং আমরাও তাদের আঘাত করব।’
চেপা আরও বলেন, ‘আমরা স্বাভাবিকভাবেই আমাদের (রণ) কৌশল পরিবর্তন করব এবং এটি এরই মধ্যে আমরা করে ফেলেছি। এখন কেবল (ইউক্রেনের) সামরিক স্থাপনায় নয়, বরং দেশটির অবকাঠামোগত সুবিধাগুলোর ওপরও আঘাত হানতে হবে। যা কিয়েভের জন্য সুযোগ সীমিত করবে এবং জীবনকে অনেক জটিল করে তুলবে। আমরা রাশিয়ার ভেতরে এসব আক্রমণ বন্ধ করার জন্য আমাদের সর্বাত্মক রাজনৈতিক প্রচেষ্টা চালাব।’
রাশিয়ার এই আইনপ্রণেতা আরও বলেন, ইউক্রেনের হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলো সবচেয়ে শক্তিশালী নয় এবং অধিকাংশ ক্ষেপণাস্ত্রই পুরোনো হয়ে গেছে। অনেক ক্ষেপণাস্ত্র—যার মধ্যে এটিএসিএমএস-ও আছে—এগুলো এখন পুরোনো। ইউক্রেনকে যে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে, সেগুলো এমনকি মার্কিন প্রতিরক্ষা কমপ্লেক্সের পুরোনো মজুত থেকে এসেছে। তিনি জানান, এর মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্র পুরোনো ক্ষেপণাস্ত্র ভাঁড়ার থেকে ফেলে দিচ্ছে এবং নতুন অর্ডার নিতে যাচ্ছে।
এর আগে, গত ১৭ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে রুশ ভূখণ্ডে আক্রমণ করতে দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করবে এই পটভূমিতে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছিল।
যুক্তরাষ্ট্র অনুমতি দেওয়ার পর ১৯ নভেম্বর ইউক্রেন প্রথমবারের মতো মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ওপর আক্রমণ চালায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ছয়টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্রায়ানস্ক অঞ্চলের দিকে নিক্ষেপ করেছিল কিয়েভ। এরপর, ২০ নভেম্বর ইউক্রেনীয় সামরিক বাহিনী আরও একটি বৃহত্তম ক্ষেপণাস্ত্র আক্রমণে কুরস্ক অঞ্চলে অন্তত ১২টি ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।