হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনকে সাহায্য করা পশ্চিমা স্যাটেলাইট ধ্বংসের হুমকি রাশিয়ার 

অনলাইন ডেস্ক

পশ্চিমা বিশ্বের যেসব স্যাটেলাইট ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টাকে এগিয়ে নিতে সাহায্য করছে সেগুলোকে প্রয়োজনে ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা কনস্তান্তাইন ভরনৎসভ এই হুমকি দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কনস্তান্তাইন ভরনৎসভ জাতিসংঘের ফার্স্ট কমিটিকে বলেছেন, ‘ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টাকে এগিয়ে নিতে পশ্চিমা স্যাটেলাইটের ব্যবহার অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। পশ্চিমা বিশ্ব যদি এই সহায়তা চালিয়ে যায় তবে তা রাশিয়ার জন্য আক্রমণের একটি বৈধ লক্ষ্য হতে পারে।’ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইউক্রেনকে সমর্থনে পশ্চিমাদের এই ধরনের স্যাটেলাইট ব্যবহার স্পষ্টতই ‘উসকানিমূলক’।

রাশিয়া যদি সত্যিই এমন কোনো হামলা করে তবে তা হবে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যকার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে তা অনুমান করাই কঠিন হয়ে যাবে। তবে তা যে রাশিয়া এবং পশ্চিমা বিশ্বকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার হুমকিতে ফেলবে তা স্পষ্ট। তবে এই বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে, রুশ কর্মকর্তা এমন হুমকি উচ্চারণ করলেও যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোন কোন দেশের কোন কোন প্রতিষ্ঠানের স্যাটেলাইট ইউক্রেনকে এমন সহায়তা দিচ্ছে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি। মহাকাশ প্রতিরক্ষায় রাশিয়ার সক্ষমতা উল্লেখযোগ্য। প্রায় একই রকম সক্ষমতা রয়েছে চীন এবং যুক্তরাষ্ট্রের। তবে শেষোক্ত দেশ দুটি কখনোই তাদের সক্ষমতার প্রমাণ দেখায়নি। কিন্তু ২০২১ সালে রাশিয়া তাদের নিজেদেরই একটি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ধ্বংস করেছে।

ইউরোপে ন্যাটোভুক্ত দেশে পারমাণবিক বোমার মজুত বাড়াল যুক্তরাষ্ট্র

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

সেকশন