হোম > বিশ্ব > ইউরোপ

করোনার শঙ্কা নিয়ে আইসোলেশনে ব্রিটিশ রাজবধূ

অনলাইন ডেস্ক

ব্রিটিশ রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন করোনার শঙ্কা নিয়ে আইসোলেশনে গেছেন। করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার কারণে তিনি স্বেচ্ছায় আইসোলেশনে চলে গেছেন। কারও সঙ্গে এখন মেলামেশা করছেন না কেট। আজ সোমবার ক্যানসিংটন প্রাসাদের পক্ষ থেকে এক বিবৃতিতে তথ্যটি জানানো হয়েছে।

কেনসিংটন প্যালেসের এক মুখপাত্র বলেছেন, ‘গত সপ্তাহে ডাচেস অব ক্যামব্রিজ একজনের সংস্পর্শে এসেছিলেন। পরে সেই ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন। তারপরই কেট আইসোলেশনে চলে গেছেন।’

তবে রাজবধূ কেট মিডলটনের শরীরে করোনার কোন উপসর্গ দেখা যায়নি। তিনি সংশ্লিষ্ট সকল সরকারি নির্দেশনা মেনে চলছেন এবং নিজের ঘরে আইসোলেশনে রয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সবশেষ গত শুক্রবার জনসম্মুখে দেখা যায় কেটকে। ওই দিন তিনি উইম্বলডনের একটি জাদুঘরে গিয়ে সেখানকার লোকজনের সঙ্গে কথা বলেছেন। একইদিনে তিনি সাবেক টেনিস তারকা টিম হেনম্যানের সঙ্গে বসে জেমি মুরের ডাবল দেখেছেন।

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ৭৩ বছর পূর্তি উপলক্ষে কয়েকটি আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল ব্রিটিশ রাজবধূ কেটের। কিন্তু আইসোলেশনে থাকায় তাঁর এসব সূচি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিলে করোনায় আক্রান্ত হন ডিউক অব ক্যামব্রিজ ও কেটের স্বামী প্রিন্স উইলিয়াম। একই সময়ে উইলিয়ামের বাবা প্রিন্স অব ওয়েলস প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত হন।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন