হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার কাছ থেকে পুনর্দখল করা শহরে গণকবর আবিষ্কার, ৪৪০ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা শহর ইজিয়ামে গণকবর খুঁজে পেয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। সেখান থেকে ৪৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন আঞ্চলিক পুলিশ কর্মকর্তা স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ কর্মকর্তা বলেছেন, উদ্ধার করা মরদেহগুলো রুশ বাহিনীর কামানের গোলা ও বিমান হামলায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

খারকিভ অঞ্চলের প্রধান পুলিশ তদন্ত কর্মকর্তা সেরহি বলভিনভ স্কাই নিউজকে বলেছেন, ‘প্রতিটি মরদেহের ফরেনসিক তদন্ত করা হবে। এটি একটি বড় শহরের অন্যতম বড় গণকবর। এখানে ৪৪০টি মরদেহ এক সঙ্গে সমাধিস্থ করা হয়েছিল। কেউ মারা গেছেন কামানের গোলার আঘাতে, কেউ মারা গেছেন বিমান হামলার শিকার হয়ে।’

এ সপ্তাহের শেষের দিকে হাজার হাজার রুশ সেনা ইজিয়াম শহর ছেড়ে পালিয়ে গেছে বলেও জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ গণহত্যার জন্য রুশ বাহিনীকে দায়ী করেছেন। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে যুদ্ধ শুরু করে রুশ বাহিনী। যুদ্ধের শুরুর দিকে কিয়েভের উপকণ্ঠ বুচাতে রুশ বাহিনী যে গণহত্যা চালিয়েছিল, তার সঙ্গে ইজিয়ামের হত্যার তুলনা করেছেন জেলেনস্কি। এরই মধ্যে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা যুদ্ধাপরাধের জন্য রুশ বাহিনীকে অভিযুক্ত করেছে।

জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘রাশিয়া সব জায়গায় লাশ ফেলে পালিয়ে যাচ্ছে। তাদেরকে অবশ্যই দায়ী করা উচিত।’

তবে রাশিয়া এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে। ক্রেমলিনের দাবি, রুশ বাহিনী কখনোই বেসামরিক মানুষদের লক্ষ্য করে হামলা করে না। যুদ্ধাপরাধ করার প্রশ্নই ওঠে না।

ইউরোপে ন্যাটোভুক্ত দেশে পারমাণবিক বোমার মজুত বাড়াল যুক্তরাষ্ট্র

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

সেকশন