হোম > বিশ্ব > ইউরোপ

ফরাসিদের দৃষ্টিভঙ্গি পাল্টে দিচ্ছেন ডাউন সিনড্রোমে আক্রান্ত লাল্যাক্স

অনলাইন ডেস্ক

২০২০ সালে উত্তর ফ্রান্সের অ্যারাস শহরে মেয়র ফ্রেডেরিক লেটুর্কের অধীনে পৌরসভার কাউন্সিলর হিসেবে এলিওনোর লাল্যাক্সকে নিয়োগ দেওয়া হয়, যিনি ফ্রান্সের ইতিহাসে সর্বপ্রথম ডাউন সিনড্রোমে আক্রান্ত কর্মকর্তা। তিনিই এখন শহরটিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর বৈচিত্র্যময় আচরণ, মানুষকে খুশি রাখার প্রবল ইচ্ছা—এসব কারণেই সাধারণ মানুষ এখন মানসিক প্রতিবন্ধীদের সম্পর্কে নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে বাধ্য হচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিকরণ নিয়ে লাল্যাক্স কাজ করে যাচ্ছেন, পাচ্ছেন প্রশংসা। গত ১৫ অক্টোবর লাল্যাক্সকে ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান হিসেবে 'ন্যাশনাল অর্ডার অব মেরিট'র দেওয়া হয়।

মেয়র লেটুর্ক ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরকে এক সাক্ষাৎকারে বলেন, 'সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি করে বাহাবা পাওয়ার কিছু নেই, বরং এটা আমাদের কর্তব্য। মানসিকতা পাল্টে প্রতিবন্ধীদের আর দশটা মানুষের মতো দেখা উচিত। লাল্যাক্স পুরো শহরের উন্নতির জন্য বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছে।'

এলিওনোর লাল্যাক্সের একটি অলাভজনক প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ডাউন সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিরা ছাড়াও অন্য প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা হয়। এই প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে তিনি অ্যারাসে বিভিন্ন জায়গায় ট্যুরের আয়োজন করে থাকেন। আর যারা একদমই চলাচলে অক্ষম, তাদের জন্য আয়োজন করা হয় ভার্চুয়াল ট্যুরের। আগামী গ্রীষ্মে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অনুপ্রাণিত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক ইভেন্ট চালু করতে যাচ্ছেন।

লাল্যাক্স বলেন, 'আমি ডাউন সিনড্রোমে আক্রান্ত, কিন্তু তাতে কী? আমি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং গতিশীল একজন মানুষ। আমার জীবনে প্রতিবন্ধকতা বলে কিছু নেই।' 

লাল্যাক্সের এই হার না মানা মানসিকতাই তাঁকে জনপ্রিয় করে তুলেছে। এ কারণেই অ্যারাসের মানুষের দৃষ্টিভঙ্গি এখন অনেকটাই পাল্টে গেছে। সমাজের বিভিন্ন স্তরে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির জন্য অনেকেই জোরেশোরে আওয়াজ তুলছেন।  

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন