হোম > বিশ্ব > ইউরোপ

ইংল্যান্ডের উত্তরাঞ্চলে লাগানো হবে ৫ কোটি গাছ

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের উত্তরাঞ্চলে ৫ কোটি গাছের একটি বনভূমি তৈরির পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্যের সরকার। এরই মধ্যে প্রায় ৩০ লাখ গাছ লাগানো হয়েছে। সম্প্রতি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার আরও দেড় কোটি ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে।

এই পরিকল্পনার আওতায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার, লিডস এবং শেফিল্ড নিয়ে লিভারপুল থেকে হাল পর্যন্ত একটি পাতাযুক্ত করিডোর তৈরি করা হবে। প্রকল্পের তদারকি প্রতিষ্ঠান উডল্যান্ড ট্রাস্ট এর তথ্যমতে, এই অর্থ দিয়ে আগামী বছরজুড়ে আরও দশ লাখ গাছ লাগানো যাবে।

উত্তরাঞ্চলে বনভূমি তৈরির জন্য উডল্যান্ড ট্রাস্ট এর দায়িত্বপ্রাপ্ত পরিচালক সিমন ম্যাগিয়ান বলেন, এই অর্থ অনুদানের ঘোষণা একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই অর্থ দিয়ে এই শীত মৌসুমে আরও দশ লাখ গাছ লাগানো যাবে। এর ফলে এই অঞ্চলের পরিবেশ অনেকটা প্রাণ ফিরে পাবে।

উল্লেখ্য, এই প্রকল্পটি তিন বছর আগে এসব এলাকায় বনভূমি বাড়ানোর জন্য নেওয়া হয়েছিল। আগামী ২৫ বছরে এই অঞ্চলে বনভূমি তৈরির জন্য ৫০ কোটি ইউরো খরচ করা হবে। এর বেশির ভাগ অর্থ আসবে অনুদান থেকে।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন