হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশ-ভারত সম্পর্কে পারস্পরিক স্বার্থের দিকে নজর দিতে হবে: জয়শংকর

অনলাইন ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শংকর বলেছেন, ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। গতকাল শুক্রবার একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বলেন, প্রত্যেক দেশের জন্যই তার প্রতিবেশীরা একটি ‘ধাঁধা’। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে ‘পারস্পরিক স্বার্থের’ দিকে নজর দিতে হবে। 

ভারতের সাবেক রাষ্ট্রদূত রাজিব সিক্রি লিখিত বইটির নাম ‘স্ট্র্যাটেজিক কোনানড্রাম: রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’। বইটি মূলত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এবং কী কী চ্যালেঞ্জ আছে সে বিষয়ে লেখা। 

বইটি নিয়ে আলোচনা করতে গিয়ে জয়শংকর বলেন, ‘এখন, আমরা যদি কোনো ধাঁধার দিকে তাকাই তাহলে দেখব, বিশ্বের প্রতিটি দেশের জন্য প্রতিবেশী দেশগুলো একেকটি ধাঁধা। কারণ, বিশ্বের প্রতিটি দেশের জন্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বজায় রাখা সবচেয়ে কঠিন। এসব ধাঁধা সহজেই সমাধান করা সম্ভব নয় এবং তার পরও তারা সম্পর্ক চালিয়ে যাচ্ছে, যা সর্বদা সমস্যাগুলো আরও বাড়িয়ে তুলছে।’ 

এই পর্যায়ে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তো, লোকজন মাঝে মাঝে যখন বলে যে, বাংলাদেশে এটা ঘটেছে, মালদ্বীপে সেটা ঘটেছে—আমি মনে করি, তাদের বিশ্বজুড়ে নজর দেওয়া উচিত। আমাকে বলুন তো, বিশ্বের কোন দেশের প্রতিবেশীদের সঙ্গে কোনো চ্যালেঞ্জ বা জটিলতা নেই। আমি মনে করি, এটি প্রতিবেশীর যে চরিত্র, তার মধ্যেই এসব ঘটার বিষয়টি নিহিত।’ 

বাংলাদেশ প্রসঙ্গে জয়শংকর আরও বলেন, ‘নানাবিধ কারণেই এই সম্পর্ক নিয়ে অনেক আগ্রহ আছে সবার। স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। এটি স্বাভাবিক যে, আমরা যে সরকার ক্ষমতায় ছিল তাদের সঙ্গে কাজ করেছি। তবে আমাদের এটা স্বীকার করতে হবে যে, সেখানে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে এবং এই রাজনৈতিক পরিবর্তন বাধার সৃষ্টি করতে পারে। স্পষ্টত, এখানে আমাদের পারস্পরিক স্বার্থের দিকে নজর দিতে হবে।’

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

সেকশন