অনলাইন ডেস্ক
দিল্লির একটি হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুনের ঘটনা ঘটেছে। এতে সেখানে থাকা এক রোগীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার ভোর ৫টার দিকে দিল্লির রোহিনি এলাকার ব্রহ্ম শক্তি হাসপাতালের তৃতীয় তলার আইসিইউ ইউনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে আগুন নেভানোর জন্য যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আইসিইউতে থাকা সব রোগীকে উদ্ধার করেন।
দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ বলেছেন, আইসিইউ ইউনিটে থাকা সব রোগীকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এর মধ্যে ভেন্টিলেটর সাপোর্টে থাকা এক রোগীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে আগুন পুরোপুরি নেভানো হয়েছে।