অনলাইন ডেস্ক
ভারতের দিল্লিতে একটি উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগে রাজ্যটির সংসদ সদস্য আমানতুল্লাহ খানকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার দক্ষিণ দিল্লি পৌর করপোরেশন উচ্ছেদ অভিযান শুরু করলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। এ দিন দিল্লির অমর কলোনি, কৈলাস পূর্ব এবং সংলগ্ন এলাকায় দখলদারদের সরাতে অভিযানে নামেন স্থানীয় কর্তৃপক্ষ। দিল্লি পুলিশকে সঙ্গে নিয়েই গত কয়েক দিন ধরে চলছে এই অভিযান।
যদিও বিজেপি নেতৃত্বাধীন দক্ষিণ দিল্লি পৌর করপোরেশনে বেছে বেছে সংখ্যালঘুদের উচ্ছেদ করার অভিযোগ তুলেছে বিরোধীরা।