অনলাইন ডেস্ক
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত কোন পথে চলবে তা নির্ধারণের জন্য অন্য কোনো দেশের অনুমোদনে প্রয়োজন নেই। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতের নিরপেক্ষ অবস্থান ত্যাগ করতে পশ্চিমাদের তীব্র চাপের মুখে নয়াদিল্লির জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি পুনঃনিশ্চিত করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জয়শঙ্কর বলেছেন, ‘কোনো একটি বিষয়ে অন্যান্য দেশের যে মতাদর্শ নয়াদিল্লি তা অন্ধভাবে অনুকরণ করতে পারে না। আমাদের আত্মবিশ্বাসী হতে হবে যে—আমরা কে। আমি মনে করি, বিশ্বের সঙ্গে আমরা কী এবং কারা তার ভিত্তিতেই লেনদেন করা ভালো।’
দিল্লির রাইসিনা হিলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে জয়শঙ্কর বলেছেন, ‘একটা সময় ছিল যখন আমরা যা করতাম তা অন্য মহল থেকে অনুমোদন পেতে হতো। কিন্তু আমি মনে করি, সেই সময়কে পেছনে ফেলার সময় এসেছে।’
জয়শঙ্কর বলেন, ভারতের উচিত—আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে ভারত কীভাবে সুবিধা আদায় করতে পারে এবং কীভাবে অতীতের ভুলগুলো শুধরে নেওয়া যায় সে দিকে মনোনিবেশ করা।