হোম > বিশ্ব > ভারত

আল–কায়েদা ও এবিটি সক্রিয় আসামে, দাবি রাজ্য পুলিশের

কলকাতা প্রতিনিধি

আল-কায়েদা, আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) মতো আন্তর্জাতিক জঙ্গি দলগুলো ভারতের আসাম রাজ্যে বেশ সক্রিয় বলে দাবি করেছে আসাম পুলিশ। এরই মধ্যে অন্তত ৩৬ জনকে ‘জিহাদি’ হওয়ার অভিযোগে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন আসামের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত। 

গতকাল রোববারও আসামের বরপেটা জেলার সরবোগের বাইকুমারি থেকে আকবর আলি ও আবুল করিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আল-কায়েদা (ভারতীয় উপমহাদেশ–একিউআইএস) এবং এবিটির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সোমবার তাঁদের আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালত। 

তবে রাজ্যের বিরোধী দল কংগ্রেসের বিধায়ক আবদুর রশিদ মণ্ডলের দাবি অন্যরকম। তাঁর দাবি, গরু চোর-মুরগি চোরদের জঙ্গি বলে পুলিশ গ্রেপ্তার করছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, আটককৃতরা পুলিশের কাছে তাদের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। তাঁর পরিষ্কার হুঁশিয়ারি, ‘আসামের মাটি ব্যবহার করে যেকোনো সন্ত্রাসী কাজকর্ম বন্ধ করতে বদ্ধ পরিকর সরকার।’ 

রাজ্য পুলিশের মহাপরিচালকও দাবি করেছেন, বিদেশি চক্রান্ত রুখতে রাজ্যে পুলিশ সক্ষম। তাই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলবে বলেও তিনি সাংবাদিকদের সামনে দাবি করেন। ইতিমধ্যেই রাজ্যে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর নানাবিধ বিধিনিষেধ চাপিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে আটকৃতদের জেরা করে একিউআইএস বা এবিটিকে নির্মূল করতেও পুলিশ সক্রিয় বলেও ডিজি জানিয়েছেন। 

পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, গোটা ঘটনার তদন্তের ভারত ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএকে দিতে হবে। 

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি হতে পারেন, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

সেকশন