হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে ৪৯ ডিগ্রি তাপমাত্রা, ধূলিঝড়ের পূর্বাভাস

অনলাইন ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে গত কয়েক দিন ধরে তীব্র দাবদাহ চলছে। তাপমাত্রা ৪৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে আজ সোমবার সকালে দিল্লি আবহাওয়া অফিস ধূলিঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছে। 

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ঝড়ের পূর্বাভাস ভীতির বদলে জনমনে স্বস্তি এনে দিয়েছে। ধারণা করা হচ্ছে, ঝড়ের পর তাপদাহ কমবে। 

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ ও আগামীকাল পাঞ্জাব ও হরিয়ানার ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে। এ ছাড়া রাজধানী দিল্লিতে ধূলিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আজ ভোরে যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তা গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম (৩০ দশমিক ৮ ডিগ্রি) হলেও স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁরা বলেছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আজ দিল্লির বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ২২ শতাংশ রেকর্ড করা হয়েছে। 

গতকাল রোববার দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মুঙ্গেশপুরে ৪৯ দশমিক ২ ডিগ্রি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজাফগড়ে ৪৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ অঞ্চলের বাসিন্দারা বলেছেন, গত কয়েক দিন ধরে তাঁরা ভয়াবহ গরমে নরকযন্ত্রণা সহ্য করছেন। 

এ ছাড়া তাপমাত্রা গতকাল দিল্লির স্পোর্টস কমপ্লেক্সে ৪৮ দশমিক ৪ ডিগ্রি, জাফরপুরে ৪৭ দশমিক ৫ ডিগ্রি, পিতামপুরায় ৪৭ দশমিক ৩ ডিগ্রি এবং দিল্লি রিজেতে ৪৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস উচ্চতায় পৌঁছেছিল। 

এদিকে জলবায়ু পরিবর্তনজনিত অস্বাভাবিক আবহাওয়ার কারণে এই তাপপ্রবাহ আরও বাড়বে এবং ‘প্রচণ্ড গরমে’ ভারত ও পাকিস্তানের হাজার হাজার মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ জলবায়ু বিজ্ঞানী। 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই জলবায়ুবিজ্ঞানীর নাম রবার্ট রোহডে। তিনি বার্কলে আর্থ নামের একটি অলাভজনক পরিবেশবাদী সংস্থায় শীর্ষ বিজ্ঞানী হিসেবে কাজ করেন। গত ৭ মে প্রকাশিত একটি গবেষণার ভিত্তিতে রবার্ট রোহডে এক টুইটার পোস্টে বলেছেন, ‘ভূপৃষ্ঠের তাপমাত্রা ও বায়ুর তাপমাত্রার মধ্যে ভিন্নতা দেখা যাচ্ছে। সূর্যকিরণে বালু যেমন উত্তপ্ত হয়ে ওঠে, তেমনি ভূপৃষ্ঠের মাটিও উত্তপ্ত হয়ে উঠছে। আবহাওয়ার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বায়ুর তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে। এই ভয়ংকর তাপপ্রবাহের কারণে হাজার হাজার মানুষ মারা যেতে পারে।’ 

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন