হোম > বিশ্ব > ভারত

করোনায় এতিমদের পড়ালেখার দায়িত্ব নিল দিল্লি সরকার

অনলাইন ডেস্ক

দিল্লি: কোভিডে আক্রান্ত হয়ে ভারতে অনেক শিশুর মা-বাবা উভয়েই মারা গেছেন। সেসব অসহায় এতিম শিশুদের পড়ালেখার যাবতীয় ব্যয়ভার বহন করবে দিল্লির কেজরিওয়াল সরকার। শুধু পড়াশোনার খরচই নয় সেসব শিশুর বয়স ২৫ বছর হওয়ার আগে পর্যন্ত তাদের প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে দেওয়া হবে। আজ মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন।

কেজরিওয়াল বলেন, কোভিডে অনেক শিশুই তাদের মা-বাবা উভয়কেই হারিয়েছে। সেই সব শিশুরা যেন নিজেদের একা ও অসহায় মনে না করে, আমি তাদের পাশে সবসময়ই আছি।

চলতি মাসে দরিদ্র পরিবারের ৭২ লাখ মানুষকে ১০ কেজি করে রেশন দেওয়ার ঘোষণাও দেন কেজরিওয়াল। যার অর্ধেক দেবে আম আদমি পার্টি (এএপি) নেতৃত্বাধীন সরকার। আর বাকি অর্ধেক কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে সঙ্কুলান করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, অনেকের কাছেই রেশন কার্ড নেই। স্বল্প সময়ের নোটিশে অনেকেই রেশন কার্ড করতে পারেননি। তাঁদেরকেও বঞ্চিত করা হবে না। যাদের প্রয়োজন হবে তাঁরা সবাই বিনামূল্যে রেশন পাবেন। করোনায় যারা পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়েছেন তাঁদেরকে প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে দেওয়া হবে। স্বামী মারা গেলে অর্থ পাবেন স্ত্রী। আর উপার্জনক্ষম ব্যক্তিটি যদি হন স্ত্রী তাহলে টাকাটা পাবেন স্বামী। করোনায় মারা যাওয়া ব্যক্তি অবিবাহিত হলে সেক্ষেত্রে সহায়তার অর্থ পাবেন মৃতের মা-বাবা।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমরা আপনাদের কষ্ট বুঝতে পারি। আমরা জানি কোনো কিছুর বিনিময়েই আপনাদের প্রিয়জনকে ফিরে পাবেন না। তবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহয়তা দিয়ে যাব।’

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জন।

‘এনকাউন্টারে’ নিহত মাওবাদী নেতা, ১ কোটি রুপি মাথার দাম কে পাবে

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

সেকশন