হোম > বিশ্ব > ভারত

বাড়িতে তল্লাশির পর গ্রেপ্তার এএপির বিধায়ক আমানতুল্লাহ

অনলাইন ডেস্ক

গ্রেপ্তার করা হয়েছে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা আমানতুল্লাহ খানকে। স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন ব্যুরো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে আমানতুল্লাহকে দুই বছরের পুরোনো একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন ব্যুরো দুই বছর আগে দিল্লি ওয়াক্ফ বোর্ডে নিয়োগের বিষয়ে দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় আমানতুল্লাহকে। পরে তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষেই তাঁকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন ব্যুরো। প্রতিষ্ঠানটির এই অভিযান এবং মামলাকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে আম আদমি পার্টি। 

তল্লাশি শেষে পুলিশ দুটি অবৈধ পিস্তলের সঙ্গে ২৪ লাখ রুপি উদ্ধারের কথা জানিয়েছ দুর্নীতি দমন ব্যুরো। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘দিল্লি ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করার সময় আমানতুল্লাহ খান সমস্ত নিয়ম ও সরকারি নির্দেশনা লঙ্ঘন করে এবং দুর্নীতি ও পক্ষপাতিত্বের আশ্রয় নিয়ে ৩২ জনকে অবৈধভাবে নিয়োগ করেছিলেন। দিল্লি ওয়াক্ফ বোর্ডের তৎকালীন সিইও স্পষ্টভাবে এই বিষয়টি জানিয়েছিলেন এবং এই ধরনের অবৈধ নিয়োগের বিরুদ্ধে স্মারকলিপিও পেশ করেছিলেন।’ 

এদিকে, আমানতুল্লাহ খানের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ অপরাধ সংশ্লিষ্ট কোনো আলামত খুঁজে পায়নি বলে দাবি করেছেন তাঁর স্ত্রী শাফিয়া খান। তিনি গতকাল শুক্রবার এক টুইট বার্তায় তিনি এই দাবি করেন। শাফিয়া খান তাঁর টুইট বার্তায় বলেন, ‘মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও এটি জনগণকে ত্রুটিপূর্ণ তথ্য প্রদান করে ভুল পথে পরিচালিত করছে।’  

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন