হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে ২৫০০ কোটি রুপির হেরোইন জব্দ

অনলাইন ডেস্ক

ভারতের দিল্লিতে এ যাবৎ কালের সবচেয়ে বড় হেরোইনের চালান জব্দ করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির কাছে ফরিদাবাদের একটি বাড়ি থেকে ৩৫৪ কেজি হেরোইন জব্দ করা হয়। যার বাজারমূল্য আড়াই হাজার কোটি রুপি। আন্তর্জাতিক মাদক চোরাকারবারিদের বড় এই চক্রটি আফগানিস্তান, ইউরোপসহ ভারতের বেশ কিছু জায়গা থেকে তাঁদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

মাদক জব্দের এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সংশ্লিষ্টতা আছে কি না সেটি খতিয়ে দেখা হচ্ছে। 

আটক চারজন হলেন-আফগানিস্তানের নাগরিক হজরত আলী, কাশ্মীরের বাসিন্দা রিজওয়ান আহমেদ এবং পাঞ্জাবের গুরজত সিং ও গুরদ্বীপ সিং। বিষয়টি এনডিটিভিকে নিশ্চিত করেছেন দিল্লি পুলিশের বিশেষ শাখার কমিশনার নিরাজ ঠাকুর।

নিরাজ ঠাকুর বলেন, এই চক্রের সদস্যরা আফগানিস্তান, ভারত ও ইউরোপে কার্যক্রম পরিচালনা করে আসছিল। 

পুলিশ জানিয়েছে, জব্দ তালিকায় হেরোইন তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি রাসায়নিক দ্রব্যও রয়েছে। এসব দ্রব্য পাঞ্জাবে পাঠানো হচ্ছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মাদকের এই চালানটি আফগানিস্তান থেকে এসেছে। ইরানের চাবাহার বন্দর থেকে ভারতের জওহরলাল নেহরু বন্দর ব্যবহার করে বস্তা ও কার্টনের ভেতর লুকিয়ে এসব মাদক মহারাষ্ট্রের মুম্বাইতে পাঠানো হয়। 
 
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রক্রিয়াজাত করার জন্য মাদকের কাঁচামাল মধ্যপ্রদেশের কাছে শিবপুরের একটি কারখানায় পাঠানো হয়। সেখানে আফগান বিশেষজ্ঞদের সহায়তায় হেরোইন তৈরি করা হয়। পুরো প্রক্রিয়া শেষে এই মাদক দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু, কাশ্মীরসহ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্রি করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন বলেন, এই মাদকচক্রের মূল রয়েছেন নবপ্রিত সিং নামের এক ব্যক্তি। তিনি পর্তুগাল থেকে কার্যক্রম পরিচালনা করেন। 

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে সমুদ্রপথে ইরান থেকে মুম্বাইয়ে পাচারের সময় ২৮৩ কেজি হেরোইন জব্দ করেছিল রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। যার বাজারমূল্য ছিল ২০ হাজার কোটি রুপি। 

‘এনকাউন্টারে’ নিহত মাওবাদী নেতা, ১ কোটি রুপি মাথার দাম কে পাবে

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

সেকশন