অনলাইন ডেস্ক
এক ভারতীয় বালকের ওষ্ঠে চুমু খান তিব্বতের নির্বাসিত বৌদ্ধ ধর্মগুরু দালাইলামা। এরপর তিনি সেই বালককে তাঁর জিহ্বা চুষতে বলেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। দালাইলামার বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ তাঁকে পেডোফাইল (শিশু যৌনাকাঙ্ক্ষী) বলে আখ্যায়িত করছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এই বৌদ্ধ আধ্যাত্মিক নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এক বালক ঝুঁকে পড়লে তার ঠোঁটে চুম্বন করছেন তিনি। এরপর তাঁকে জিভ বের করতে দেখা যায় এবং তাঁকে বলতে শোনা যায়, ‘তুমি কি আমার জিভ চুষতে পারো?’
ভিডিওটি টুইটারের ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। ভিডিওটি শেয়ার করে টুইটার ব্যবহারকারী জুস্ট ব্রুকার্স লিখেছেন, ‘বৌদ্ধদের একটি অনুষ্ঠানে এক ভারতীয় বালককে দালাইলামা চুম্বন করছেন এবং এমনকি তার জিহ্বা স্পর্শ করার চেষ্টা করছেন। তিনি আসলে বলছেন, “আমার জিহ্বা চোষ।” কেন তিনি এমনটা করবেন?’
‘এটি অবাঞ্ছিত। এমন আচরণকে কারও সমর্থন করা উচিত নয়।’ আরেক টুইটার ব্যবহারকারী দীপিকা পুষ্কর নাথ এমন লিখেছেন।
জাস ওবেরয় বলেছেন, ‘আমি এটা কী দেখছি! এটা কি দালাইলামা! তাঁকে পেডোফিলিয়ার জন্য গ্রেপ্তার করা উচিত। এটা ঘৃণ্য।’
২০১৯ সালে দালাইলামার একটি বক্তব্য ব্যাপক বিতর্কের সূত্রপাত ঘটায়। তিনি বলেছিলেন, ‘যদি একজন নারী দালাইলামা (বৌদ্ধ ধর্মগুরু) হন, তাহলে তাঁকে অনেক বেশি আকর্ষণীয় চেহারার হতে হবে।’
এই মন্তব্য তখন বিশ্বজুড়ে সমালোচনা ঝড় বইয়ে দেয়। ২০১৯ সালে একটি ব্রিটিশ সম্প্রচার মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছিলেন দালাইলামা। পরে অবশ্য তিনি মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছিলেন।
এরপর গত মাসে দালাইলামা মঙ্গোলীয় বংশোদ্ভূত মার্কিন বালককে ‘দশম খালখা জেৎসুন ধাম্পা রিনপোচে’ অভিধা দেন। তিব্বতি বৌদ্ধধর্মের তৃতীয় সর্বোচ্চ পদমর্যাদা এটি।
তিব্বতীয় বৌদ্ধধর্মের তৃতীয় সর্বোচ্চ লামা হিসেবে মাত্র আট বছর বয়সীকে অভিষিক্ত করার পদক্ষেপটি চীন ভালোভাবে নেয়নি। চীন চায় সরকার এই পদের জন্য নির্বাচিত করবে, আর বৌদ্ধনেতারা শুধু স্বীকৃতি দেবেন।
বেইজিংয়ের অভিযোগ, দালাইলামা তিব্বতে বিচ্ছিন্নতাবাদ উসকে দিচ্ছেন। চীন কেন্দ্রীয় তিব্বত প্রশাসনকে (সিটিএ) স্বীকৃতি দেয় না। এই প্রশাসন ভারত, নেপাল, কানাডা, যুক্তরাষ্ট্রসহ প্রায় ৩০টি দেশে বসবাসকারী প্রায় এক লাখ নির্বাসিত তিব্বতির প্রতিনিধিত্ব করে। শান্তিতে নোবেলজয়ী দালাইলামা ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় নির্বাসিত জীবনযাপন করছেন।