হোম > বিশ্ব > ভারত

বান্ধবীকে ৩৫ টুকরো, জঙ্গলের বিভিন্ন স্থানে রাখেন ১৮ দিনে

অনলাইন ডেস্ক

দিল্লিতে এক ব্যক্তি তাঁর বান্ধবীকে (লিভ-ইন পার্টনার) হত্যা করে কুপিয়ে ৩৫ টুকরো করেন। হত্যার পর প্রতিদিন দুই টুকরো করে বনের বিভিন্ন স্থানে রেখে আসেন টানা ১৮ দিন ধরে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি তাঁর বান্ধবীকে হত্যার পর তাঁকে কেটে ৩৫ টুকরোয় ভাগ করেন। পরে প্রতিদিন রাত ২টার দিকে উঠে দিল্লির মেহেরুলি বনের বিভিন্ন স্থানে রেখে আসতেন। ওই ব্যক্তি নাম আফতাব আমিন পূনাওয়ালা। ২৮ বছরের যুবক আফতাব তাঁর বান্ধবী শ্রদ্ধা ওয়াকারের সঙ্গে একত্রে থাকতেন। সর্বশেষ গত ১৮ মে দুজনের মধ্যে ঝগড়া হয়। 

পুলিশের সূত্রটি আরও জানিয়েছে, ২৬ বছর বয়সী শ্রদ্ধা মুম্বাইয়ের একটি বহুজাতিক কোম্পানির কল সেন্টারে কাজ করতেন। সেখানেই তাঁর সঙ্গে আফতাবের পরিচয়। এরপর দুজনে ডেটিং শুরু করেন এবং কিছুদিন পর একসঙ্গে থাকা শুরু করেন। দুজনের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তাঁরা পালিয়ে দিল্লিতে চলে আসেন এবং মেহেরুলির একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন। 

দিল্লিতে আসার কিছুদিন পরই শ্রদ্ধার এক বন্ধু শ্রদ্ধার ভাইকে জানায় যে, তাঁর ফোন ২ মাসেরও বেশি সময় ধরে বন্ধ। এরপরে গত 8 নভেম্বর শ্রদ্ধার বাবা বিকাশ মদন ওয়াকার মেয়েকে দেখতে দিল্লিতে আসেন এবং তাঁর ফ্ল্যাটে তালা দেখতে পান। পরে তিনি মেহেরুলি পুলিশের কাছে গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, শ্রদ্ধা তাঁকে জানিয়েছিলেন যে, পূনাওয়ালা তাঁকে প্রায়ই মারধর করতেন। 

শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ গত শনিবার আফতাব পূনাওয়ালাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আফতাব জানানা যে, শ্রদ্ধা তাঁকে বিয়ে করার জন্য চাপ দেওয়ায় দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হচ্ছিল। পুলিশ এরই মধ্যে পূনাওয়ালার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। 

পুলিশ জানিয়েছে, তাঁরা শ্রদ্ধার দেহের কিছু খণ্ডাংশ মেহেরুলি বন থেকে উদ্ধার করতে পেরেছে। তবে সেগুলোকে কোনোভাবেই আর মানুষের দেহের অংশ বলে চেনার উপায় নেই। শ্রদ্ধাকে হত্যায় যে ছুরি ব্যবহৃত হয়েছিল সেটিও এখনো খুঁজে পায়নি পুলিশ। 

বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

সেকশন