অনলাইন ডেস্ক
দিল্লির মিউনিসিপ্যাল বডি (এমসিডি) নিয়ে আম আদমি পার্টি (এএপি) এবং বিজেপির মধ্যে তুমুল লড়াইয়ের পর এবার পাল্টাপাল্টি ‘তকমা’ দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে দুই দল। গতকাল দুই দলের নেতারা যেভাবে হাতাহাতি এবং ধাক্কাধাক্কি করেছেন সে তুলনায় এই যুদ্ধকে অবশ্য অনেকে সৃজনশীলই বলছেন!
নব্বইয়ের দশকের একটি সিনেমার পোস্টার সম্পাদন করে আম আদমি পার্টির সিনিয়র নেতা অতীশি সিংকে ‘খলনায়িকা’ বলে সম্বোধন করে পোস্টার বানিয়েছে দিল্লি বিজেপি। অপর দিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি বিজেপি নেতা ও সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের কথা নকল করে বিজেপি নেতাদের ‘ব্যালট চোর, মাছায়ে শোর’ বা ‘ব্যালট চোরের বড় গলা’ বলে অভিহিত করে পোস্টার বানিয়েছে।
মেয়র বলেছেন, গতকাল ব্যালট পেপার এবং অন্যান্য নথি ছিঁড়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার কারণে আবার ভোট হতে হবে।
ডিসেম্বরে অনুষ্ঠিত এমসিডি নির্বাচনে হেরে যাওয়া বিজেপি আজ শনিবার দাবি করেছে, কারিগরি বিশেষজ্ঞদের গণনার ভিত্তিতে নাগরিক সংস্থার স্থায়ী কমিটিতে তাঁদের তিনজন সদস্য পাওয়ার কথা। মেয়রের এটি মেনে নিয়ে ফলাফল ঘোষণা করা উচিত।
এদিকে আম আদমির বিধায়ক অতীশি গতকাল বিশৃঙ্খলার পর সাংবাদিকদের বলেন, একজন মেয়র, হাউসের প্রিসাইডিং অফিসার হিসেবে ভোট অবৈধ ঘোষণা করার ক্ষমতা রাখেন। বিজেপি সদস্যরা একমত না হলে সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে তাঁরা আদালতে যেতে পারেন। কিন্তু তাঁরা সহিংসতার পথ বেছে নিয়েছেন।