হোম > বিশ্ব > ভারত

কান্দাহার থেকে দূতাবাসের কর্মকর্তাদের ফিরিয়ে নিল ভারত

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার থেকে নিজেদের দূতাবাস কর্মকর্তা–কর্মচারীদের ফিরিয়ে নিয়েছে ভারত। ২০ বছরের যুদ্ধ শেষে সম্প্রতি মার্কিন ও ন্যাটো সেনারা চলে যাওয়ার পর সেখানে তালেবান–সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বাড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।

কান্দাহারে ভারতীয় দূতাবাসে কর্মরত ৫০ জন্য কর্মকর্তা ও কর্মচারীকে একটি বিশেষ ফ্লাইটে গতকাল রোববার দেশে ফিরিয়ে আনে ভারত। তবে সুবিধামতো সময়ে সেখানে ভারতীয় কর্মকর্তা–কর্মচারীদের ফের পাঠানো হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কান্দাহারের আশপাশে সংঘর্ষ বাড়ায় সাময়িকভাবে আমাদের দূতাবাস কর্মকর্তা–কর্মচারীদের ফিরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি আমরা নিবিড়ভাবে নজরে রাখছি।’

দেশটিতে দিল্লির কার্যক্রম বন্ধ করা হয়নি জানিয়ে এ কর্মকর্তা আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, এ প্রত্যাহার সাময়িক, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার সেখানে ফিরে যাবে। স্থানীয় কর্মকর্তাদের দিয়ে আমাদের বর্তমান কার্যক্রম চলবে।’

উল্লেখ্য, গত শুক্রবার মস্কোয় তালেবানের তিন প্রতিনিধি এক সংবাদ সম্মেলনে কথা বলেন। তাঁরা আফগানিস্তানের ৮৫ শতাংশের বেশি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন। যদিও বিষয়টি অস্বীকার করে কাবুলের সরকারি কর্মকর্তারা।

একই দিন মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এক যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জয়শংকর। এর আগে একই সমস্যার কারণে আফগানিস্তান থেকে ২১০ চীনা নাগরিককে ফিরিয়ে নেয় বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, একটি বিশেষ ফ্লাইটে গত ২ জুন তাঁদের ফিরিয়ে নেওয়া হয়।  

‘এনকাউন্টারে’ নিহত মাওবাদী নেতা, ১ কোটি রুপি মাথার দাম কে পাবে

কলকাতার আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ-হত্যায় সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশে যেন বিনা মেঘে বজ্রপাতের মুখে পড়েছে আদানি পাওয়ার

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলছে পুলিশ, প্রমাণ নেই বলছেন আইনজীবী

সাইফ আলীকে ছুরিকাঘাত: সন্দেহভাজনকে বাংলাদেশি বলে চালানোর চেষ্টা ভারতীয় পুলিশের

সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার যুবক বাংলাদেশি, দাবি মুম্বাই পুলিশের

মনু নদীর পাশে ‘বাঁধ দিচ্ছে বাংলাদেশ’, বন্যার আতঙ্কে ত্রিপুরা

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

সেকশন