কলকাতা প্রতিনিধি, দিল্লি থেকে
হিজাব বিতর্কে ভারতে এখনো উত্তেজনা কমেনি। তৃণমূলের সাংসদ ডা. শান্তনু সেন বলেছেন, কে কী পরবে বা কী খাবে সেটা রাষ্ট্র ঠিক করে দিতে পারে না। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, হিজাব-ঘোমটা বা জিনস পরা নারীর অধিকার।
এদিকে চলতি মাসেই ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। ভোটের আগে হিজাব নিয়ে এই বিতর্ক ভোটের মাঠে ঘুরেফিরেই আলোচনায় আসছে। ভারতের কর্ণাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে তোলপাড় সমগ্র দেশ। আজ বুধবার রাজধানী দিল্লিতেও বিক্ষোভ হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, বিজেপি ভোট বৈতরণি পার হতে হিন্দুত্বকেই বড় করে দেখাতে চাইছে। সামনেই পাঁচ রাজ্যের ভোট। সেই ভোটের আগে মন্দির গড়ার পাশাপাশি হিন্দু নারীদের মুসলিম বিয়ে রুখতেও কড়া আইন করার প্রতিশ্রুতি দিয়ে ধর্মীয় আবেগকে কাজে লাগাতে চাইছে দলটি।
কর্ণাটকে সাম্প্রতিক পৌর নির্বাচনে কংগ্রেসের কাছে হেরেছে বিজেপি। দক্ষিণ ভারতের একমাত্র বিজেপি শাসিত রাজ্যটিতে সামনের বছর ভোট। তাই চিন্তিত বিজেপি নেতারা হিন্দুত্ব তাস খেলছেন বলে অভিযোগ করেছে কংগ্রেস।
সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চায় ফ্যাসিবাদী শক্তি। বেকারত্ব ও দারিদ্রতা দূরীকরণে ব্যর্থ বিজেপি সরকার মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে ক্ষমতা ধরে রাখতে চাইছে।
এদিকে, কর্ণাটকের পরিস্থিতি এখনো থমথমে। হাইকোর্ট সকলকে শান্তি রক্ষার অনুরোধ জানালেও হিজাবের বিরুদ্ধে কর্ণাটকের জেলাগুলোতে আন্দোলন চলছে।
আরও পড়ুন: