কলকাতা প্রতিনিধি
ভারতের বিভিন্ন শহরে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক মাসের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম প্রতি কেজিতে বেড়ে গেছে প্রায় ১০ রুপি। চালের দাম বাড়ার খবর পাওয়া গেছে কেন্দ্রীয় রাজধানী দিল্লি থেকেও। এই অবস্থায় গম, আটা, ময়দা, সুজির পর ধান ও চালের খুদ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতি সামাল দিতে চাইছে ভারত।
দিল্লিতে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই রপ্তানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দিল্লি। তবে প্রয়োজনের সময় শুধু চাল নয়, বাংলাদেশ চাইলে চাল, গম, ডিজেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নির্দিষ্ট সময়ের ব্যবধানে পাঠাতে অঙ্গীকারবদ্ধ ভারত সরকার বলেও তিনি মনে করিয়ে দেন।
এদিকে, বাসমতি ছাড়া সব ধরনের চাল রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে দিল্লি। এ ছাড়া খুদ রপ্তানিতেও দিয়েছে নিষেধাজ্ঞা। তবে এসব বিধিনিষেধের জন্য ভারত দেশটিতে চলমান খরা, দাবদাহ ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কুপ্রভাবকেই দায়ী করছে।
ভারতের ডাইরেক্টরেট জেনারেল অব ফরেইন ট্রেড সন্তোষ কুমার সারাঙ্গি কর্তৃক জারি করা নিষেধাজ্ঞা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি, সারা দেশে কৃষি উৎপাদন সাড়ে ৫ শতাংশেরও বেশি কমে গেছে। ফলে নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে সরকারকে। জানা গেছে, ফুড করপোরেশন অব ইন্ডিয়ার গুদামে মজুত খাদ্যশস্যের পরিমাণ গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।
একই অবস্থা বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গেও। রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানান, চলতি বছরে ৪২ লাখ হেক্টর থেকে কমে মাত্র ৩৯ লাখ হেক্টর জমিতে আমন ধান রোপণ হয়েছে। ফলে পরিস্থিতি সহজে উন্নতির সুযোগ নেই। রপ্তানি নিয়ন্ত্রণ করে দেশীয় চাহিদা মেটাতে চাইছে ভারত।