কলকাতা সংবাদদাতা
বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের আঁচ এবার ভারতের কলকাতায় লেগেছে। আজ বৃহস্পতিবার ১৮ জুলাই কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজের সামনে থেকে বামফ্রন্ট ছাত্রসংগঠন এআইডিএসওয়ের (অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন) পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করে।
আজ দুপুরে সংগঠনের সদস্যরা প্রথমে কলকাতার পার্ক সার্কাসের কাছে লেডি ব্রেবোর্ন কলেজের সামনে জমায়েত হন। সেখান থেকে সংহতি মিছিল করে যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধু সরণিতে অবস্থিত কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে। লেডি ব্রেবোর্ন কলেজ থেকে এই মিছিল সামনের দিকে এগোতেই কিছুটা দূরেই আটকে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে মিছিল সামনের দিকে এগোতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় মিছিলে অংশগ্রহণকারী সদস্যদের। পরে সেখানেই পথসভার আয়োজন করেন সংগঠনের সদস্যরা।
এআইডিএসও কলকাতা জেলা কমিটির সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের যে ঐতিহাসিক ছাত্র আন্দোলন চলছে, তাদের দাবি কোটা নয় মেধার ভিত্তিতে নিয়োগ বা ভর্তি করতে হবে। আমাদের মনে হয়, সেটি গণতান্ত্রিক এবং ন্যায়সংগত দাবি।’
মিজানুর বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আশুতোষ কলেজ, যোগমায়া কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকের এই সংহতি মিছিলে অংশ নেন।
আগামীকাল শুক্রবার ১৯ জুলাই কলকাতার বাংলাদেশের উপদূতাবাসে বামফ্রন্টের গণসংগঠন থেকে ঘেরাও অভিযানের ডাক দিয়েছে।