হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের, গাজায় ১০ জনকে হত্যা করল ইসরায়েল

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে যে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা, তাদের প্রকাশ করেছে হামাস। তিন জিম্মির নাম প্রকাশে দেরি হওয়ায় যুদ্ধবিরতির সময় পিছিয়ে যায়। আর এই বিলম্বিত সময়ের মধ্যে গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, এ হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জনেরও বেশি।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, ‘বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে আমরা আজ রমি গোনেন (২৪), এমিলি দমারি (২৮) এবং দোরোন শ্তানবার খায়েরকে (৩১) মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নাম পাওয়ার কথা নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তাদের নিরাপত্তা সংস্থা বর্তমানে ‘তথ্য যাচাই’ করছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।

গাজায় স্থানীয় সময় আজ রোববার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। জিম্মিদের নাম প্রকাশ না করায় তা পিছিয়ে যায়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়েল হ্যাগারি বলেন, যুদ্ধবিরতি শুরু হয়নি এবং গাজায় এখনো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ‘অভিযান’ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘আজ (রোববার) সকাল থেকে হামাস তার দায়িত্ব পালন করছে না এবং চুক্তি অনুযায়ী আজ যাদের মুক্তি দেওয়ার কথা ছিল তাদের নাম ইসরায়েলকে দেয়নি।’

হ্যাগারি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর (বেনিয়ামিন নেতানিয়াহু) নির্দেশ অনুসারে, যতক্ষণ হামাস তার দায়িত্ব পালন না করবে, ততক্ষণ যুদ্ধবিরতি কার্যকর হবে না। ইসরায়েলি সেনাবাহিনী এখনো গাজায় হামলা চালাচ্ছে, কারণ হামাস এখনো চুক্তির প্রতি তার দায়বদ্ধতা পূর্ণ করছে না।’

ইসরায়েলি এই সমর নেতা বলেন, ‘যেমনটা আমরা আগেই জানিয়েছিলাম, হামাস এখনো মুক্তি দেওয়ার জন্য যাদের নামের তালিকা পাঠানোর কথা ছিল, তা পাঠায়নি। ফিলিস্তিনি গোষ্ঠীটি দেরির জন্য প্রযুক্তিগত এবং মাঠ পর্যায়ের ত্রুটি ও সমস্যাকে দায়ী করেছে।’

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস যতক্ষণ প্রথম ধাপে যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের তালিকা না দেবে ততক্ষণ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি কার্যকর হবে না। এই অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নেতানিয়াহুর এমন এক সময়ে যুদ্ধবিরতি বিলম্বিত হওয়ার আশঙ্কার কথা ব্যক্ত করেন যখন যুদ্ধবিরতি শুরুর মাত্র এক ঘণ্টা বাকি ছিল। আজ রোববার সকালে নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন, যে যুদ্ধবিরতি সকাল ৮টা ৩০ মিনিটে কার্যকর হওয়ার কথা ছিল, তা তখনই শুরু হবে যখন ইসরায়েল হামাসের কাছ থেকে যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হবে তার তালিকা পাবে। হামাস এটি সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মুক্তির অন্তত ২৪ ঘণ্টা আগে হামাসকে জিম্মিদের নামের তালিকা সরবরাহ করতে হবে। তবে এখনো হামাস এই তালিকা প্রকাশ করেনি। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত জিম্মিদের মুক্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার এক পোস্টে বলেন, ‘চুক্তির পক্ষগুলো এবং মধ্যস্থতাকারীদের মধ্যে সমন্বয়ের পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হবে।’ গাজাবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘সতর্ক থাকুন, সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন এবং কেবল সরকারি সূত্র থেকে পাওয়া নির্দেশনার অপেক্ষা করুন।’

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

জিম্মি তালিকা নিয়ে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায়

গাজার রাফাহ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

সেকশন