অনলাইন ডেস্ক
হজ মৌসুমে যথাযথ অনুমতি না নিয়ে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম, এর আশপাশের এলাকা এবং হজের জন্য নির্ধারিত পবিত্র স্থানগুলোতে কেউ প্রবেশ করলে তাঁকে ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে। আগামী সোমবার থেকে সৌদি সরকারের এই নির্দেশনা কার্যকর হবে । আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হজ মৌসুমে মিনা, মুজদালিফা ও আরাফাতসহ অন্যান্য পবিত্রস্থানে অনুমতি না নিয়ে প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে । কেউ যদি একই অপরাধ দ্বিতীয়বার করেন তবে তার জরিমানা দ্বিগুণ হয়ে যাবে।
সৌদির সকল নাগরিককে হজ মৌসুমের এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে,কোথাও যেন নিয়মের লঙ্ঘন না হয়। হজ মৌসুমে মসজিদুল হারাম ও অন্যান্য পবিত্র স্থানগুলো অভিমুখি প্রতিটি রাস্তায় দায়িত্ব পালন করবে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা।