হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সম্পদের সিংহভাগ গেটস ফাউন্ডেশনে দেবেন না মেলিন্ডা

অনলাইন ডেস্ক

নিজের সম্পদের সিংহভাগ মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনে দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মেলিন্ডা ফ্রেঞ্জ গেটস। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মেলিন্ডা তাঁর আনুমানিক ১ হাজার ১৪০ কোটি ডলার সম্পদের বড় অংশ মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনে প্রদান করবেন না। তার পরিবর্তে অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানেও তিনি অর্থ প্রদান করবেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরই এমন সিদ্ধান্ত নিয়েছেন মেলিন্ডা। দাতব্য সংস্থা গিভিং প্লেজের কাছে লেখা একটি ব্যক্তিগত চিঠিতে মেলিন্ডা লেখেন, '২০১০ সালে আমরা গিভিং প্লেজ প্রতিষ্ঠা করেছিলাম। আমি এই সংস্থার একজন সহ-প্রতিষ্ঠাতা। আমার জীবদ্দশায় অর্জিত সম্পদের সিংহভাগ দাতব্য প্রতিষ্ঠানে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলাম। আমি সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। তবে আমি শুধু একটি প্রতিষ্ঠানে নয়, বরং অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানেও সম্পদের অংশ প্রদান করতে ইচ্ছুক।' 

ধারণা করা হচ্ছে, সিংহভাগ না দিলেও গেটস ফাউন্ডেশনে অর্থ প্রদান অব্যাহত রাখবেন মেলিন্ডা। 

মেলিন্ডার এই চিঠির ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গেটস ফাউন্ডেশন। মেলিন্ডা প্রতিষ্ঠিত বিনিয়োগ ফার্ম পিভোটাল ভেঞ্চারও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি। ২০১৫ সালে মেলিন্ডা পিভোটাল ভেঞ্চার শুরু করেন। ২০১৯ সালে তিনি লিঙ্গ সমতা জন্য পিভোটালের মাধ্যমে ১০ বছরে এক বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের সময় মেলিন্ডা বলেছিলেন, দুই বছর পরীক্ষামূলকভাবে তাঁরা একসঙ্গে মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশন পরিচালনা করবেন। তখন মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং বোর্ড সদস্য মার্ক সুজম্যান বলেন, ফাউন্ডেশনের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য এই আকস্মিক পরিকল্পনাটি ছিল। যদি এই ট্রায়াল পিরিয়ডের পরে দুজনে আলাদা হয়ে যান, গেটস প্রধান থাকবেন।

গেটস ফাউন্ডেশন বিশ্বের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা। সংস্থাটির সম্পদের পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারের বেশি। সংস্থাটি গত দুই দশক ধরে লিঙ্গ সমতা, বৈশ্বিক স্বাস্থ্য, দারিদ্র্য নিরসন ও করোনা টিকার বিষয়ে অর্থ ব্যয় করছে।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন