হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফিলিস্তিন এখন স্বাধীন হলে আরেক তালেবান রাষ্ট্র হবে: সালমান রুশদি

অনলাইন ডেস্ক

আলোচিত ও বিতর্কিত লেখক এবং ঔপন্যাসিক সালমান রুশদি বলেছেন, এখনই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অর্থ হবে তালেবানের মতো একটি রাষ্ট্র তৈরি করা। জার্মানিতে অনুষ্ঠিত একটি সাহিত্য উৎসবে যোগ দিয়ে রুশদি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির সাহিত্য উৎসবে নিজের নতুন বই ‘নাইফ’-এর প্রচারণায় গিয়েছিলেন সালমান রুশদি। এই বইয়ে ২০২২ সালে যুক্তরাষ্ট্রে নিজের ওপর হওয়া ছুরি হামলার বর্ণনা দিয়েছেন তিনি। 

জার্মান টেলিভিশন প্রোগ্রাম আরবিবি-টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েল-বিরোধী ছাত্র বিক্ষোভেরও সমালোচনা করেন রুশদি। তিনি বলেন, ‘এটা অদ্ভুত যে, প্রগতিশীল যুবকেরা হামাসকে সমর্থন করবে।’ হামাসকে একটি ‘ফ্যাসিস্ট সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবেও আখ্যা দেন ঔপন্যাসিক। 

রুশদি দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করেছেন। তবে সতর্কও করেছেন—এটি আফগানিস্তানের মতো স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়ে যেতে পারে। তিনি বলেন, ‘পশ্চিমা বামপন্থী প্রগতিশীল আন্দোলনগুলো কি এটাই তৈরি করতে চায়?’ 

গাজার দুর্ভোগ অনুধাবন করতে পারছেন দাবি করে রুশদি বলেন, ‘আমি চাই কিছু প্রতিবাদকারী হামাসের ভূমিকা উল্লেখ করুক। এটি একটি সন্ত্রাসী সংগঠন। এটা বেশ অদ্ভুত যে, রাজনৈতিক প্রগতিশীলেরা ফ্যাসিবাদী সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করে।’ 

 ৭৬ বছর বয়সী ঔপন্যাসিক মত দেন, ফিলিস্তিনিদের মৃত্যুর জন্য সংবেদনশীল প্রতিক্রিয়া হিসাবে ছাত্রবিক্ষোভগুলো শুরু হয়েছে। কিন্তু এটি যদি ইহুদি বিদ্বেষের দিকে চলে যায় এবং হামাসকে সমর্থন করে, তবে বিষয়টি সমস্যাযুক্ত হয়ে পড়ে। রুশদি বলেন, ‘বিক্ষোভকারীদের উচিত অন্তত হামাসকে যুদ্ধের জন্য দায়ী করা।’ 

ভারতে জন্মগ্রহণকারী এই লেখক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেরও নাগরিক। ১৯৮৮ সালে ‘স্যাটানিক ভার্সেস’ নামে একটি বিতর্কিত বই লেখার দায়ে একাধিকবার মৃত্যুর হুমকি পেয়েছিলেন তিনি। ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা তাঁর মাথার দাম নির্ধারণ করে দিয়েছিলেন। পরে আত্মরক্ষার জন্য রুশদিকে অনেক দিন আত্মগোপনে থাকতে হয়। ১৯৯০-এর দশকের শেষ দিকে তিনি তাঁর পলাতক জীবন থেকে বেরিয়ে আসতে শুরু করেন। 

সর্বশেষ ২০২২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত চৌতাকুয়া ইনস্টিটিউশনের একটি মঞ্চে বক্তব্য রাখার সময় হাদি মাতার নামে এক ব্যক্তি তাঁকে অন্তত ১০ বার ছুরিকাঘাত করেন। এ ঘটনায় সৌভাগ্যক্রমে রুশদির প্রাণ বেঁচে গেলেও নষ্ট হয়ে যায় একটি চোখ।

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন