হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়িচাপায় নিহত কমপক্ষে ৫, আহত ৪০

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের উয়াওকেশা শহরে জনাকীর্ণ ক্রিসমাস প্যারেডে স্থানীয় সময় রোববার রাতে গাড়িচাপার ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। উয়াওকেশা শহরের কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। 

উয়াওকেশা শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্ত চলমান থাকায় প্রধান রাস্তার একটি বড় অংশ এখনো বন্ধ রয়েছে। 

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘটনার পর অন্তত ২৮ জন শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। ক্রিসমাস প্যারেডে গাড়িচাপার ঘটনার পর একজনকে আটক করা হয়েছে এবং অভিযুক্ত গাড়িকে জব্দ করা হয়েছে। 

স্থানীয় বাসিন্দা অ্যাঞ্জেলিটো তেনোরিও মিলওয়াকি জার্নাল সেন্টিনেল সংবাদপত্রকে বলেছেন, যখন ঘটনাটি ঘটেছিল তখন তিনি কুচকাওয়াজে মিছিল শেষ করেছিলেন। 

তেনোরিও বলেন, ‘আমরা একটি এসইউভি দেখেছি...প্যারেডের পথ ধরে দ্রুত আসছিল। তারপর আমরা একটি বিকট শব্দ শুনলাম। আর যারা গাড়ির আঘাতে আহত হয়েছে তাঁদের চিৎকার।’ 

শপথের দিনেই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প

ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে ফিলিস্তিনি সাংবাদিককে টেনে হিঁচড়ে বের করে দিল

তীব্র ঠান্ডায় ট্রাম্পের অভিষেক ঘরে, ফিরে এল ৪০ বছর পুরোনো ঘটনা

যুক্তরাষ্ট্রে দাবানলে প্রাণহানি বেড়ে ২৭

টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এক সপ্তাহ পর বাড়ি ফেরার পরামর্শ

দাবানলে পোড়া ভিটেমাটিতে এখন শুধুই হাহাকার, লস অ্যাঞ্জেলেসের বিপদ তবু কাটেনি

বন্ধ হচ্ছে আদানির ১০০ বিলিয়ন ডলার গায়েব করা হিন্ডেনবার্গ রিসার্চ

সেকশন